নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির জিএম কাদের অংশ থেকে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদসহ ১০ সিনিয়র নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম-মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম-মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। উলেøখিত ১০ নেতাসহ জাপার বিপুলসংখ্যক কেন্দ্রীয় নেতা জিএম কাদেরের স্বেচ্ছাচারিতার অভিযোগে রওশন এরশাদ অংশের জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
এরশাদপুত্রসহ ১০ নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
জনপ্রিয় সংবাদ