আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভ সফরে মারিনস্কি প্রাসাদে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনি এদোয়ানকে স্বাগত জানাচ্ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কি। ছবি: রয়টার্স
কিয়েভ সফরে মারিনস্কি প্রাসাদে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনি এদোয়ানকে স্বাগত জানাচ্ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কি। ছবি: রয়টার্স
ইউক্রেইন থেকে ফেরার দুই দিন পর পরীক্ষায় তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান করোনাভাইরাস পজিটিভ হয়েছেন।
শনিবার টুইটারে তিনি নিজেই একথা জানিয়েছেন বলে খবর নিউ ইয়র্ক টাইমসের।
এরদোয়ান জানান, মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর তিনি ও তার স্ত্রী এমিনি এরদোয়ান পরীক্ষা করার পর জানতে পারেন তারা উভয়েই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, “আমরা বাড়ি থেকে কাজ চালিয়ে যাব। আমরা আপনাদের দোয়া চাই।”
এরদোয়ান, তার স্ত্রী ও তুরস্কের বেশ কয়েকজন মন্ত্রী বৃহস্পতিবার ইউক্রেইনের রাজধানী কিয়েভ সফর করেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান।
রাশিয়া, ইউক্রেইন সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম জড়ো করায় দেশটি মস্কোর আক্রমণের শিকার হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়ে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যেই ইউক্রেইনকে কূটনৈতিক সমর্থন ও অস্ত্র দেওয়ার একটি চুক্তি হয়েছে বলে এরদোয়ান ঘোষণা করেছেন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ানের এই সফর মূলত জেলেনস্কির সরকারের প্রতি সমর্থন জানানোর জন্য হলেও তুরস্কের নেতা রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের প্রস্তাবও দিয়েছেন। সফরের সময় এরদোয়ান কিয়েভের জার আমলের প্রাসাদ মারিনস্কিতে একটি প্যারেড পরিদর্শন করেন।
সম্ভাব্য সংস্পর্শ সত্ত্বেও জেলনস্কি ও ইউক্রেইনের অন্যান্য কর্মকর্তারা তেমন কোনো সংকটে পড়বেন না বলে মনে করা হচ্ছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ও তার বেশ কয়েকজন সহযোগী ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
মহামারী শুরু হওয়ার পর থেকে তুরস্ক এখন সংক্রমণের সবচেয়ে বড় ঢেউয়ের মুখে পড়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘আওয়ার ওয়াল্ড ইন ডেটা’ প্রকল্পের তথ্য অনুযায়ী, ডিসেম্বর থেকে তুরস্কে দৈনিক গড়ে এক লাখেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে, আগে যা ২০ হাজারেরও নিচে ছিল। দেশটিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে, তবে তুলনায় অনেক ধীর গতিতে।
তুরস্কের হাসপাতালগুলো রোগীতে উপচে না পড়লেও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর (আইসিইউ) ৭০ শতাংশ রোগীতে পূর্ণ হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আওয়ার ওয়াল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী, দেশটির ৮ কোটি ৪০ লাখ জনসংখ্যার ৬১ শতাংশের বেশি দুই ডোজ করোনাভাইরাস টিকা পেয়েছেন।
২০২১ সালের জানুয়ারিতে এরদোয়ান করোনাভাইরাস টিকার প্রথম ডোজটি নিয়েছিলেন। তিনি কোন টিকা নিয়েছেন তা প্রকাশ না করলেও ওই সময় তুরস্কে যে একটি টিকা ছিল সেটি হল চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি করোনাভ্যাক।
জুনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তৃতীয় ডোজ নিয়েছেন বলে জানিয়েছিলেন।
এরদোয়ান কোভিড পজিটিভ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ