ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

এম চিপযুক্ত ২৭ ইঞ্চি আইম্যাকের আশায় যারা আছেন

  • আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : কয়েকদিন আগেই ম্যাক স্টুডিও‎‎ এবং ৫কে রেজুলিউশনের স্টুডিও ডিসপ্লে ঘোষণার সময় ‎অ্যাপল বন্ধ করে দেয়‎ ২৭-ইঞ্চি আইম্যাকের বিক্রি। কিন্তু এর নতুন কোনো সংস্করণ কি আসবে?
এই বছরের শুরুতেই বেশ কিছু ‎‎প্রতিবেদনের ইঙ্গিত ছিল, প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি এর বিকল্প তৈরির ওপর কাজ করছে। কিন্তু এতে জল ঢেলে দিল ৯টু৫ ম্যাক-এর এক প্রতিবেদন। অ্যাপল পণ্যের বিষয়ে খবর আর গুজব সরবরাহ করা সাইটটি বলছে, অদূর ভবিষ্যতে ২৪ ইঞ্চির চেয়ে বড় কোনো পর্দার ‘অল-ইন-ওয়ান’ আইম্যাক আনার কোনও পরিকল্পনা অ্যাপলের নেই।

খবর সত্য হলে এর মানে দাঁড়াচ্ছে, শীগগরিই এম১ প্রসেসরের কোনো ২৭-ইঞ্চি আইম্যাক মডেল দেখা যাবে না। সম্প্রতি বন্ধ হওয়া আইম্যাক এখনও ইনটেল চিপনির্ভর।

অ্যাপলের এম১ প্রো, ম্যাক্স বা আল্ট্রা চালিত বড় আইম্যাকের জন্যও কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলছে, “বছরের শেষ নাগাদ এম২ চালিত ম্যাকবুকের ঘোষণা যখন আসবে আমরা সম্ভবত তখনও এর দেখা পাবো না।”

সর্বশেষ তথ্যটির উৎস কী? এনগ্যাজেট বলছে, যে সূত্র থেকে তারা ম্যাক স্টুডিওর খবর পেয়েছে, সেখান থেকেই মিলেছে এই খবর।

এই মুহুর্তে অ্যাপল স্টোর ওয়েবসাইটে পাওয়া যায় এমন একমাত্র আইম্যাক হলো এম১ প্রসেসরসহ ২৪ ইঞ্চি মডেল যেটি গত বছর এসেছে‎‎। প্রকাশনাটি বলছে, অ্যাপল ২০২৩ সালের কোনো এক সময় বাজারে আনার জন্য নতুন ২৪ ইঞ্চি অল-ইন-ওয়ান কম্পিউটার তৈরি করছে। সেটি সম্ভবত, ম্যাকবুক এয়ার এবং ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো’র মতো অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের একটি বিকল্প হবে এবং এতে সর্বোচ্চ মানের প্রসেসর থাকবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এম চিপযুক্ত ২৭ ইঞ্চি আইম্যাকের আশায় যারা আছেন

আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : কয়েকদিন আগেই ম্যাক স্টুডিও‎‎ এবং ৫কে রেজুলিউশনের স্টুডিও ডিসপ্লে ঘোষণার সময় ‎অ্যাপল বন্ধ করে দেয়‎ ২৭-ইঞ্চি আইম্যাকের বিক্রি। কিন্তু এর নতুন কোনো সংস্করণ কি আসবে?
এই বছরের শুরুতেই বেশ কিছু ‎‎প্রতিবেদনের ইঙ্গিত ছিল, প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি এর বিকল্প তৈরির ওপর কাজ করছে। কিন্তু এতে জল ঢেলে দিল ৯টু৫ ম্যাক-এর এক প্রতিবেদন। অ্যাপল পণ্যের বিষয়ে খবর আর গুজব সরবরাহ করা সাইটটি বলছে, অদূর ভবিষ্যতে ২৪ ইঞ্চির চেয়ে বড় কোনো পর্দার ‘অল-ইন-ওয়ান’ আইম্যাক আনার কোনও পরিকল্পনা অ্যাপলের নেই।

খবর সত্য হলে এর মানে দাঁড়াচ্ছে, শীগগরিই এম১ প্রসেসরের কোনো ২৭-ইঞ্চি আইম্যাক মডেল দেখা যাবে না। সম্প্রতি বন্ধ হওয়া আইম্যাক এখনও ইনটেল চিপনির্ভর।

অ্যাপলের এম১ প্রো, ম্যাক্স বা আল্ট্রা চালিত বড় আইম্যাকের জন্যও কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলছে, “বছরের শেষ নাগাদ এম২ চালিত ম্যাকবুকের ঘোষণা যখন আসবে আমরা সম্ভবত তখনও এর দেখা পাবো না।”

সর্বশেষ তথ্যটির উৎস কী? এনগ্যাজেট বলছে, যে সূত্র থেকে তারা ম্যাক স্টুডিওর খবর পেয়েছে, সেখান থেকেই মিলেছে এই খবর।

এই মুহুর্তে অ্যাপল স্টোর ওয়েবসাইটে পাওয়া যায় এমন একমাত্র আইম্যাক হলো এম১ প্রসেসরসহ ২৪ ইঞ্চি মডেল যেটি গত বছর এসেছে‎‎। প্রকাশনাটি বলছে, অ্যাপল ২০২৩ সালের কোনো এক সময় বাজারে আনার জন্য নতুন ২৪ ইঞ্চি অল-ইন-ওয়ান কম্পিউটার তৈরি করছে। সেটি সম্ভবত, ম্যাকবুক এয়ার এবং ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো’র মতো অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের একটি বিকল্প হবে এবং এতে সর্বোচ্চ মানের প্রসেসর থাকবে না।