ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

এমিরেটস এয়ার বাল্টিক কোডশেয়ার চুক্তি

  • আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : এমিরেটস এয়ারলাইন সম্প্রতি এয়ার বাল্টিকের সঙ্গে একটি কোডশেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। ফলে এমিরেটস যাত্রীরা লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া এবং ফিনল্যান্ড ভ্রমনে অতিরিক্ত সুবিধা পাবেন। অন্যদিকে এয়ার বাল্টিক যাত্রীরা ভায়া দুবাই এমিরেটসের সুবিস্তৃত নেটওয়ার্ক ভ্রমনেও একই সুবিধা লাভ করবেন। কোডশেয়ারের নিয়মানুযায়ী উভয় এয়ারলাইনের যাত্রীরা একক টিকেট এবং এক ব্যাগেজ পলিসির আওতায় প্রতিযোগিতামূলক মুল্যে ভ্রমণ করতে পারবেন। দুবাই-রিগা, রিগা-ভিলনিউস এবং রিগা-হেলসিংকি রুটে পরিচালিত এয়ার বাল্টিকের ফ্লাইটগুলো এমিরেটসের ‘ইকে’ কোড বহন করবে। অন্যদিকে দুবাই- ব্যাংকক এবং দুবাই-জাকার্তা রুটে পরিচালিত এমিরেটস ফ্লাইটে এয়ার বাল্টিকের ‘বিটি’ কোড ব্যবহৃত হবে। বর্তমানে ২২ টি এয়ারলাইন এবং দুটি রেল কোম্পানির সাথে এমিরেটসে কোডশেয়ার চুক্তি রয়েছে, ইন্টারলাইন চুক্তি রয়েছে ১১৫ টি এয়ারলাইন ও রেল কোম্পানির সঙ্গে। এমিরেটস বর্তমানে বিশ্বের ১২০টির অধিক গন্তব্যে চলাচল করছে ঢাকায় পরিচালিত হচ্ছে দৈনিক ৩টি ফ্লাইট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এমিরেটস এয়ার বাল্টিক কোডশেয়ার চুক্তি

আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

অর্থ-বাণিজ্য ডেস্ক : এমিরেটস এয়ারলাইন সম্প্রতি এয়ার বাল্টিকের সঙ্গে একটি কোডশেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। ফলে এমিরেটস যাত্রীরা লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া এবং ফিনল্যান্ড ভ্রমনে অতিরিক্ত সুবিধা পাবেন। অন্যদিকে এয়ার বাল্টিক যাত্রীরা ভায়া দুবাই এমিরেটসের সুবিস্তৃত নেটওয়ার্ক ভ্রমনেও একই সুবিধা লাভ করবেন। কোডশেয়ারের নিয়মানুযায়ী উভয় এয়ারলাইনের যাত্রীরা একক টিকেট এবং এক ব্যাগেজ পলিসির আওতায় প্রতিযোগিতামূলক মুল্যে ভ্রমণ করতে পারবেন। দুবাই-রিগা, রিগা-ভিলনিউস এবং রিগা-হেলসিংকি রুটে পরিচালিত এয়ার বাল্টিকের ফ্লাইটগুলো এমিরেটসের ‘ইকে’ কোড বহন করবে। অন্যদিকে দুবাই- ব্যাংকক এবং দুবাই-জাকার্তা রুটে পরিচালিত এমিরেটস ফ্লাইটে এয়ার বাল্টিকের ‘বিটি’ কোড ব্যবহৃত হবে। বর্তমানে ২২ টি এয়ারলাইন এবং দুটি রেল কোম্পানির সাথে এমিরেটসে কোডশেয়ার চুক্তি রয়েছে, ইন্টারলাইন চুক্তি রয়েছে ১১৫ টি এয়ারলাইন ও রেল কোম্পানির সঙ্গে। এমিরেটস বর্তমানে বিশ্বের ১২০টির অধিক গন্তব্যে চলাচল করছে ঢাকায় পরিচালিত হচ্ছে দৈনিক ৩টি ফ্লাইট।