ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

এমবাপ্পের চেয়ে দেম্বেলে ভাল খেলোয়াড় : বার্সা সভাপতি

  • আপডেট সময় : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পেশাদার ক্লাব ফুটবলে দুই জনেরই শুরুটা হয়েছিল বেশ চমক জাগানিয়া। কিলিয়ান এমবাপ্পে মোনাকোতে উড়ন্ত শুরু করেছিলেন, আর উসমান দেম্বেলে রেঁনের হয়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। তবে বর্তমানে অর্জন কিংবা পারফরম্যান্সে দেম্বেলেকে অনেকটাই ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২২ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের হয়ে কিলিয়ান এমবাপ্পের অবিশ্বাস্য পারফরম্যান্স-ই তার হয়ে কথা বলতে বাধ্য করেছে। যদিও বিষয়টির সাথে একমত নন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
বার্সা সভাপতির মতে, কিলিয়ান এমবাপ্পের চেয়েও উসমান দেম্বেলেই ভালো। নিজে নামের প্রতি এখনো সুবিচার করতে না পারলেও কাতালান টেলিভিশন চ্যানেল টিভিথ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেম্বেলের সঙ্গে নতুন করে চুক্তি আশাবাদ ব্যক্ত করেন লাপোর্তা। তিনি বলেন, ‘দেম্বেলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো এবং সে (বার্সেলোনায়) থাকতে চায়। আমরাও চাই সে থাকুক, কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। (চুক্তি নবায়নের বিষয়ে) এই পরিস্থিতিতে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রয়োজন হয় যারা খেলোয়াড়ের জন্য সেরাটা চায়। আমি দেম্বেলেকে নিয়ে আশাবাদী। সে এমবাপ্পের চেয়ে ভালো খেলোয়াড়।’ ফ্রান্সের হয়ে দুজনই বিশ্বকাপ জিতলেও বেশি আলো ছড়িয়েছেন এমবাপ্পেই। চলতি মৌসুমে পিএসজির হয়ে সবধরনের প্রতিযোগিতায় ২০ ম্যাচে ৯ গোল করেছেন এমবাপ্পে। অন্যদিকে, ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে এই মৌসুমে নিয়মিত মাঠে নামা হচ্ছে না উসমান দেম্বেলের। সবমিলিয়ে ৩ ম্যাচে বদলি খেলে এখনো গোলের দেখা পাননি দেম্বেলে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এমবাপ্পের চেয়ে দেম্বেলে ভাল খেলোয়াড় : বার্সা সভাপতি

আপডেট সময় : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : পেশাদার ক্লাব ফুটবলে দুই জনেরই শুরুটা হয়েছিল বেশ চমক জাগানিয়া। কিলিয়ান এমবাপ্পে মোনাকোতে উড়ন্ত শুরু করেছিলেন, আর উসমান দেম্বেলে রেঁনের হয়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। তবে বর্তমানে অর্জন কিংবা পারফরম্যান্সে দেম্বেলেকে অনেকটাই ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২২ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের হয়ে কিলিয়ান এমবাপ্পের অবিশ্বাস্য পারফরম্যান্স-ই তার হয়ে কথা বলতে বাধ্য করেছে। যদিও বিষয়টির সাথে একমত নন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
বার্সা সভাপতির মতে, কিলিয়ান এমবাপ্পের চেয়েও উসমান দেম্বেলেই ভালো। নিজে নামের প্রতি এখনো সুবিচার করতে না পারলেও কাতালান টেলিভিশন চ্যানেল টিভিথ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেম্বেলের সঙ্গে নতুন করে চুক্তি আশাবাদ ব্যক্ত করেন লাপোর্তা। তিনি বলেন, ‘দেম্বেলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো এবং সে (বার্সেলোনায়) থাকতে চায়। আমরাও চাই সে থাকুক, কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। (চুক্তি নবায়নের বিষয়ে) এই পরিস্থিতিতে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রয়োজন হয় যারা খেলোয়াড়ের জন্য সেরাটা চায়। আমি দেম্বেলেকে নিয়ে আশাবাদী। সে এমবাপ্পের চেয়ে ভালো খেলোয়াড়।’ ফ্রান্সের হয়ে দুজনই বিশ্বকাপ জিতলেও বেশি আলো ছড়িয়েছেন এমবাপ্পেই। চলতি মৌসুমে পিএসজির হয়ে সবধরনের প্রতিযোগিতায় ২০ ম্যাচে ৯ গোল করেছেন এমবাপ্পে। অন্যদিকে, ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে এই মৌসুমে নিয়মিত মাঠে নামা হচ্ছে না উসমান দেম্বেলের। সবমিলিয়ে ৩ ম্যাচে বদলি খেলে এখনো গোলের দেখা পাননি দেম্বেলে।