ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

এমবাপেকে আটকাতে ‘প্রস্তুত’ ওয়াকার

  • আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : লড়াইটা ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হলেও ঘুরেফিরে আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে যেভাবে ছুটছেন ফরাসি এই ফরোয়ার্ড, সবার ভাবনায় তার থাকাটাই স্বাভাবিক। গতিময় এই ফরোয়ার্ডকে আটকে রাখতে বেশ আত্মবিশ্বাসী ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। এমবাপের সঙ্গে আগামী শনিবারই দেখা হচ্ছে ওয়াকারের। সেদিন সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত একটায়। কাতারে দারুণ ছন্দে রয়েছেন এমবাপে। এরই মধ্যে পাঁচটি গোল করেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। এবারের আসরে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। চার বছর আগে রাশিয়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল এমবাপের। সেবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে একটিসহ মোট চারটি গোল করেন তিনি। সে সময়ের তরুণ এমবাপে এখন আরও পরিণত। সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন তিনি। তাকে সামলানোর চিন্তা যেকোনো দলের থাকাই স্বাভাবিক। ইংল্যান্ডের পরিকল্পনার বেশিরভাগ জুড়েই এমবাপে থাকার কথা। তাকে থামাতে গতিময় ডিফেন্ডার ওয়াকারের কথাই বলা হচ্ছে বেশি। পিএসজি তারকাকে সমীহ করে এই ডিফেন্ডার বললেন, তিনি তৈরি।
“ম্যাচটি ইংল্যান্ড বনাম এমবাপের নয়। ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের লড়াই। আমরা প্রতিপক্ষকে সম্মান দেব। তবে গোল করতে তার জন্য লাল গালিচা বিছিয়ে দেব না আমি। এটা বাঁচা-মরার লড়াই, হারলেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে।” “আমি জানি, তাকে থামাতে আমার কী করতে হবে। করে দেখানোর চেয়ে সম্ভবত বলা সহজ। তবে আমি নিজের সামর্থ্যকে খাটো করে দেখছি না। এর আগেও আমি গ্রেট ফুটবলারদের বিপক্ষে খেলেছি। তাই এটাকেও আরেকটি ম্যাচ হিসেবে দেখছি। আমি তাকে সম্মান দেব যতটুকু সে প্রাপ্য। তবে খুব বেশি নয়, কারণ এটা ইংল্যান্ড। একজন নিয়ে দল হয় না।” এমবাপেকে থামানোর সামর্থ্য কেবল ওয়াকারের আছে, দুই দিন আগে বলেন ইংল্যান্ড দলে তার সতীর্থ জেমস ম্যাডিসন। এর আগে একই কথা শোনা যায় ইংলিশ সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের কণ্ঠেও। চ্যাম্পিয়ন্স লিগে শেষ দেখায় ম্যানচেস্টার সিটির ওয়াকারের বিপক্ষে যে ভুগতে হয়েছিল, অকপটে স্বীকার করেছিলেন এমবাপেও। একথা শুনে ভালোই লেগেছে ৩২ বছর বয়সী ওয়াকারের। “আমার বিপক্ষে তাকে ভুগতে হয়েছে, এটা শুনে ভালো লাগছে। আমি জানি, সে শীর্ষমানের খেলোয়াড়। তবে আমরা টেনিস খেলছি না। এটা একার লড়াইয়ের খেলা নয়, এটা দলগত খেলা।” “৯০ মিনিটে যেকোনো কিছু হতে পারে। শুধু আমরা তাদের নিয়ে নয়, তাদেরও আমাদের নিয়ে চিন্তা করা দরকার।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এমবাপেকে আটকাতে ‘প্রস্তুত’ ওয়াকার

আপডেট সময় : ০২:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : লড়াইটা ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হলেও ঘুরেফিরে আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে যেভাবে ছুটছেন ফরাসি এই ফরোয়ার্ড, সবার ভাবনায় তার থাকাটাই স্বাভাবিক। গতিময় এই ফরোয়ার্ডকে আটকে রাখতে বেশ আত্মবিশ্বাসী ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। এমবাপের সঙ্গে আগামী শনিবারই দেখা হচ্ছে ওয়াকারের। সেদিন সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত একটায়। কাতারে দারুণ ছন্দে রয়েছেন এমবাপে। এরই মধ্যে পাঁচটি গোল করেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। এবারের আসরে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। চার বছর আগে রাশিয়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল এমবাপের। সেবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে একটিসহ মোট চারটি গোল করেন তিনি। সে সময়ের তরুণ এমবাপে এখন আরও পরিণত। সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন তিনি। তাকে সামলানোর চিন্তা যেকোনো দলের থাকাই স্বাভাবিক। ইংল্যান্ডের পরিকল্পনার বেশিরভাগ জুড়েই এমবাপে থাকার কথা। তাকে থামাতে গতিময় ডিফেন্ডার ওয়াকারের কথাই বলা হচ্ছে বেশি। পিএসজি তারকাকে সমীহ করে এই ডিফেন্ডার বললেন, তিনি তৈরি।
“ম্যাচটি ইংল্যান্ড বনাম এমবাপের নয়। ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের লড়াই। আমরা প্রতিপক্ষকে সম্মান দেব। তবে গোল করতে তার জন্য লাল গালিচা বিছিয়ে দেব না আমি। এটা বাঁচা-মরার লড়াই, হারলেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে।” “আমি জানি, তাকে থামাতে আমার কী করতে হবে। করে দেখানোর চেয়ে সম্ভবত বলা সহজ। তবে আমি নিজের সামর্থ্যকে খাটো করে দেখছি না। এর আগেও আমি গ্রেট ফুটবলারদের বিপক্ষে খেলেছি। তাই এটাকেও আরেকটি ম্যাচ হিসেবে দেখছি। আমি তাকে সম্মান দেব যতটুকু সে প্রাপ্য। তবে খুব বেশি নয়, কারণ এটা ইংল্যান্ড। একজন নিয়ে দল হয় না।” এমবাপেকে থামানোর সামর্থ্য কেবল ওয়াকারের আছে, দুই দিন আগে বলেন ইংল্যান্ড দলে তার সতীর্থ জেমস ম্যাডিসন। এর আগে একই কথা শোনা যায় ইংলিশ সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের কণ্ঠেও। চ্যাম্পিয়ন্স লিগে শেষ দেখায় ম্যানচেস্টার সিটির ওয়াকারের বিপক্ষে যে ভুগতে হয়েছিল, অকপটে স্বীকার করেছিলেন এমবাপেও। একথা শুনে ভালোই লেগেছে ৩২ বছর বয়সী ওয়াকারের। “আমার বিপক্ষে তাকে ভুগতে হয়েছে, এটা শুনে ভালো লাগছে। আমি জানি, সে শীর্ষমানের খেলোয়াড়। তবে আমরা টেনিস খেলছি না। এটা একার লড়াইয়ের খেলা নয়, এটা দলগত খেলা।” “৯০ মিনিটে যেকোনো কিছু হতে পারে। শুধু আমরা তাদের নিয়ে নয়, তাদেরও আমাদের নিয়ে চিন্তা করা দরকার।”