ক্রীড়া ডেস্ক : হুগো লরিস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পরই জ্বল্পনা শুরু হয়েছিলো কে হবেন ফ্রান্সের অধিনায়ক। সেই জ্বল্পনার অবসান ঘটিয়ে একদিন আগেই কিলিয়ান এমবাপেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। তবে এমবাপেকে নতুন অধিনায়ক ঘোষণা করতেই ফ্রান্স শিবিরে শুরু হয়েছে অশান্তি। এমবাপেকে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারছেন না হয়তো। যে কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্তোনিও গ্রিজম্যান। ধারণা ছিল, আন্তোনিও গ্রিজম্যানই অধিনায়ক হবেন। গ্রিজম্যান নিজেও আশায় ছিলেন অধিনায়ক হবেন। কিন্তু তাকে বাদ দিয়ে এমবাপেকে অধিনায়ক ঘোষণা করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। অধিনায়ক তো করা হয়ইনি, তারওপর এমবাপের সহকারী হিসেবে বেছে নেয়া হয়েছে গ্রিজম্যানকে। এ কারণে হয়তো তিনি অপমানিত বোধ করছেন।
ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, ঘনিষ্ঠ মহলে এমনই জানিয়েছেন ক্ষুব্ধ গ্রিজম্যান। ফ্রান্সের হয়ে ১১৭টি ম্যাচ খেলা অভিজ্ঞ ফুটবলার অবসর নেওয়ার কথা ভাবছেন। ঘনিষ্ঠ মহলে গ্রিজম্যান শুধু বলেছেন, ‘ফ্রান্স এবং দিদিয়ের দেশমের জন্য আমি সব কিছু দিয়েছিলাম।’
কয়েক দিনের মধ্যে নিজের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ফ্রান্সের নতুন সহ-অধিনায়ক। ২০১৪ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয়েছিল গ্রিজম্যানের। দেশের হয়ে ১১৭ ম্যাচে করেছেন ৪২টি গোল। গত ১৪ বছর ফ্রান্সের ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন লরিস। গত বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তার মতো দীর্ঘমেয়াদি অধিনায়ক চায় ফ্রান্সের ফুটবল কর্মকর্তারা। এ কারণে কোচ দেশমের সঙ্গে আলোচনা করেই নতুন অধিনায়ক হিসাবে এমবাপের নাম ঘোষণা করা হয়েছে। বয়স কম হওয়ায় এমবাপে বেশ কয়েক বছর খেলবেন। কিন্তু গ্রিজম্যান হয়তো আর খুব বেশি দিন আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন না। সেই যুক্তিতেই এমবাপেকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। দেশের হয়ে এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছেন এমবাপে। গত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে দলকে পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। আগামী শুক্রবার ফ্রান্সকে প্রথম নেতৃত্ব দেবেন এমবাপে। ইউরো কাপের যোগ্যতা বাছাই পর্বে সেদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন তারা।
এমবাপেকে অধিনায়ক করার পরই ফ্রান্স দলে বিদ্রোহের সুর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ