ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

এমন দিন গিয়েছে যে, খালিপেটে ঘুমাতে হয়েছে : মিঠুন চক্রবর্তী

  • আপডেট সময় : ১২:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ভারতের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কখনোই চান না যে তার বায়োপিক নির্মাণ করা হোক। কেনো চান না- এরও ব্যাখা দিয়েছেন ‘মহাগুরু’ খ্যাত এই তারকা। সম্প্রতি ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এর মঞ্চে তিনি আসেন পদ্মিনী কোলাপুরীর সঙ্গে। সেখানে এসেই অভিনেতা জানান, তিনি চান না তার কোনো বায়োপিক কখনো বানানো হোক। ‘লিটল চ্যাম্পস’-এ ডিস্কো স্পেশ্যাল পর্বে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এ পর্বে এসে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়েই খানিকটা অভিমানী হয়ে যান মহাগুরু। স্মৃতি কাতর হয়ে পড়েন। তিনি অবলীলায় বলে যান তার ফেলে আসা কষ্টের দিনগুলোর স্মৃতির কথা। এসময় মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি কখনোই চাইব না, আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তা অন্য কেউ ভোগ করুক। নিজের গায়ের রঙের জন্য পদে পদে হেনস্থা হতে হয়েছে আমাকে। চূড়ান্ত অসম্মানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমন দিন গিয়েছে যে, খালিপেটে ঘুমাতে হয়েছে। একা একাই কেঁদেছি। এমন অনেক দিন হয়েছে, যখন ফুটপাথই ছিল আমার আশ্রয়।’ উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে মিঠুন চক্রবর্তীকে সবশেষ দেখা গিয়েছিল। জানা গেছে আগামী মাসে মুক্তি পাবে তার বাংলা সিনেমা ‘প্রজাপতি’। এ সিনেমায় দেবকে দেখা যাবে মিঠুনের সঙ্গে। এ ছাড়া মমতা শঙ্করও সিনেমাটিতে অভিনয় করেছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এমন দিন গিয়েছে যে, খালিপেটে ঘুমাতে হয়েছে : মিঠুন চক্রবর্তী

আপডেট সময় : ১২:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কখনোই চান না যে তার বায়োপিক নির্মাণ করা হোক। কেনো চান না- এরও ব্যাখা দিয়েছেন ‘মহাগুরু’ খ্যাত এই তারকা। সম্প্রতি ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এর মঞ্চে তিনি আসেন পদ্মিনী কোলাপুরীর সঙ্গে। সেখানে এসেই অভিনেতা জানান, তিনি চান না তার কোনো বায়োপিক কখনো বানানো হোক। ‘লিটল চ্যাম্পস’-এ ডিস্কো স্পেশ্যাল পর্বে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এ পর্বে এসে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়েই খানিকটা অভিমানী হয়ে যান মহাগুরু। স্মৃতি কাতর হয়ে পড়েন। তিনি অবলীলায় বলে যান তার ফেলে আসা কষ্টের দিনগুলোর স্মৃতির কথা। এসময় মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি কখনোই চাইব না, আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তা অন্য কেউ ভোগ করুক। নিজের গায়ের রঙের জন্য পদে পদে হেনস্থা হতে হয়েছে আমাকে। চূড়ান্ত অসম্মানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমন দিন গিয়েছে যে, খালিপেটে ঘুমাতে হয়েছে। একা একাই কেঁদেছি। এমন অনেক দিন হয়েছে, যখন ফুটপাথই ছিল আমার আশ্রয়।’ উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে মিঠুন চক্রবর্তীকে সবশেষ দেখা গিয়েছিল। জানা গেছে আগামী মাসে মুক্তি পাবে তার বাংলা সিনেমা ‘প্রজাপতি’। এ সিনেমায় দেবকে দেখা যাবে মিঠুনের সঙ্গে। এ ছাড়া মমতা শঙ্করও সিনেমাটিতে অভিনয় করেছেন।