এপ্রিল-ফুল
প্রহসনে গাঁথা ‘এপ্রিল-ফুল’
পালনে ব্যস্ত বড় ব্যাকুল
কারা?
জাহেলের দল, খোদাভীরু নয়
অজ্ঞতা যার মনন করেছে জয়
তারা।
ঝরেছে রক্ত মুসলমানের
দিন ছিল মহা-অসম্মানের
চিরবর্বর জালিমের ও-দল
মুসলমানের সাথে
ছল করে প্রাণ কেড়েছিল সব
এ কী! মুসলিম এখনো নীরব?
আর কবে যে হবে অনুভব
অবাক দুনিয়াতে!
‘এপ্রিল-ফুল’ এপ্রিলেরই বোকা!
শৌর্য-বীর্য ঐক্য হারিয়ে
আর কতকাল নীরব দাঁড়িয়ে
দেয়ালে ঠেকা পিঠ বাড়িয়ে
মুসলিম খাবে ধোঁকা?
এপ্রিলেরই বোকা?
কবি এমদাদ শুভ্র
দোষ
আমরা বদলাই গেঞ্জি, বদলাই টুপি
ফেস্টুন, ব্যানার, মঞ্চ, রাজপথ-গলি
চেয়ার-টেবিল বদলাই, চুপিচুপি
আমরা অ-বদল ধারাতেই চলি
আমরা বদল করি মিছিল-সেøাগান
বদল করি ভিন্ন প্রেক্ষাপট আর
মস্তিষ্কে ভিডিও-ছবির জোগান
অভিন্নতায় দিন কেটে যায় সবার
আমরা বদলাই না ভিতরের মুখোশ
আয়নার সামনে এক অ-বদল পাখি
আর স্বীকার করি না নিজের ভুল-দোষ
হাসির আড়ালে সব ঢেকে রাখি
অন্যের প্রতি আমরা আঙুল তুলি
ছিঃ! হাজার দোষ আমাদের, তা- ভুলি
আজকের প্রত্যাশা/কেএমএএ