ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

এমএসসিএফপি-এ নির্বাচিত প্রথম বাংলাদেশি নুজহাত

  • আপডেট সময় : ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : নুজহাত জাহিন, স্নাতকোত্তর শিক্ষার্থী (অনকোলজি), মেডিসিন অনুষদ, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, জার্মানি।টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে ইউরোপে তৃতীয় স্থানে রয়েছে। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০২০ সালে এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে আবেদন করি। বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগের পাশাপাশি প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে মেরি স্কোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামের (এমএসসিএফপি) জন্য নির্বাচিত হই।
বৃত্তির পরিচিতি : মেরি স্কোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামের (এমএসসিএফপি) লক্ষ্য হচ্ছে, নিউক্লিয়ার সেক্টরে নারীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক উদ্ভাবনে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি নারী ও পুরুষের কর্মশক্তির উন্নয়ন সাধন করা। এই বৃত্তি বা ফেলোশিপের নামকরণ করা হয়েছে বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও দুবার নোবেল বিজয়ী মেরি স্কোডোভস্কা-কুরির নামানুসারে। এই ফেলোশিপ প্রোগ্রামটি নারীদের পারমাণবিক বা নিউক্লিয়ার সেক্টরে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে। এই ফেলোশিপের অধীনে মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি এবং আইএইএর মাধ্যমে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়।
আবেদনের তথ্য ও যোগ্যতা : এ ফেলোশিপ প্রোগ্রামটি আইএইএ সদস্যভুক্ত রাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। নারী শিক্ষার্থীরা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হলে বা ভর্তির জন্য নির্বাচিত হলে এই ফেলোশিপে আবেদন করতে পারবেন। তবে যাঁদের একাডেমিক নম্বর ৭৫ শতাংশের ওপরে বা সিজিপিএ ৪ স্কেলে ৩ আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
যাঁরা আবেদনের যোগ্যতার শর্তাবলি পূরণ করতে পারবেন, তাঁরা মেরি স্কোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামে (এমএসসিএফপি) অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র–
ক্স জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট
ক্স মাস্টার্স প্রোগ্রামে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় থেকে অফিশিয়াল ভর্তির চিঠি যেখানে পারমাণবিক-সম্পর্কিত বিষয়ে পড়ার তথ্য থাকবে এবং প্রোগ্রামটির সময়কাল ও টিউশন ফির মোট খরচ উল্লেখ থাকবে।
ক্স ছবি
ক্স দুটি রেফারেন্স
এই সবকিছু গঝঈঋচ@রধবধ.ড়ৎম-তে পাঠাতে হবে।
যেসব বিষয়ে পড়তে পারবেন : এই ফেলোশিপের আওতায় নিউক্লিয়ার-সম্পর্কিত বিষয়ে পড়তে পারবেন, যেমন পারমাণবিক প্রকৌশল, পারমাণবিক পদার্থবিজ্ঞান ও রসায়ন, পারমাণবিক ওষুধ, আইসোটোপিক কৌশল, বিকিরণ জীববিজ্ঞান, পারমাণবিক নিরাপত্তা ইত্যাদি।
সুযোগ-সুবিধা
এই ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোয় পারমাণবিক-সম্পর্কিত গবেষণায় মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি পেয়ে থাকেন। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন খরচের জন্য ২০ হাজার ইউরো এবং তাঁদের মাস্টার্স প্রোগ্রামের সময়কালের জন্য ২০ হাজার ইউরো পর্যন্ত জীবনযাত্রার খরচ দেওয়া হয়। শিক্ষার্থীদের আইএইএ দ্বারা ১২ মাস পর্যন্ত একটি ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন-যঃঃঢ়ং://িি.িরধবধ.ড়ৎম/ধনড়ঁঃ/ড়াবৎারব/িমবহফবৎ-ধঃ-ঃযব-রধবধ/রধবধ-সধৎরব-ংশষড়ফড়ংিশধ-পঁৎরব-ভবষষড়ংিযরঢ়-ঢ়ৎড়মৎধসসব

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এমএসসিএফপি-এ নির্বাচিত প্রথম বাংলাদেশি নুজহাত

আপডেট সময় : ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : নুজহাত জাহিন, স্নাতকোত্তর শিক্ষার্থী (অনকোলজি), মেডিসিন অনুষদ, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, জার্মানি।টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে ইউরোপে তৃতীয় স্থানে রয়েছে। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০২০ সালে এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে আবেদন করি। বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগের পাশাপাশি প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে মেরি স্কোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামের (এমএসসিএফপি) জন্য নির্বাচিত হই।
বৃত্তির পরিচিতি : মেরি স্কোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামের (এমএসসিএফপি) লক্ষ্য হচ্ছে, নিউক্লিয়ার সেক্টরে নারীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক উদ্ভাবনে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি নারী ও পুরুষের কর্মশক্তির উন্নয়ন সাধন করা। এই বৃত্তি বা ফেলোশিপের নামকরণ করা হয়েছে বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও দুবার নোবেল বিজয়ী মেরি স্কোডোভস্কা-কুরির নামানুসারে। এই ফেলোশিপ প্রোগ্রামটি নারীদের পারমাণবিক বা নিউক্লিয়ার সেক্টরে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে। এই ফেলোশিপের অধীনে মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি এবং আইএইএর মাধ্যমে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়।
আবেদনের তথ্য ও যোগ্যতা : এ ফেলোশিপ প্রোগ্রামটি আইএইএ সদস্যভুক্ত রাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। নারী শিক্ষার্থীরা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হলে বা ভর্তির জন্য নির্বাচিত হলে এই ফেলোশিপে আবেদন করতে পারবেন। তবে যাঁদের একাডেমিক নম্বর ৭৫ শতাংশের ওপরে বা সিজিপিএ ৪ স্কেলে ৩ আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
যাঁরা আবেদনের যোগ্যতার শর্তাবলি পূরণ করতে পারবেন, তাঁরা মেরি স্কোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামে (এমএসসিএফপি) অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র–
ক্স জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট
ক্স মাস্টার্স প্রোগ্রামে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় থেকে অফিশিয়াল ভর্তির চিঠি যেখানে পারমাণবিক-সম্পর্কিত বিষয়ে পড়ার তথ্য থাকবে এবং প্রোগ্রামটির সময়কাল ও টিউশন ফির মোট খরচ উল্লেখ থাকবে।
ক্স ছবি
ক্স দুটি রেফারেন্স
এই সবকিছু গঝঈঋচ@রধবধ.ড়ৎম-তে পাঠাতে হবে।
যেসব বিষয়ে পড়তে পারবেন : এই ফেলোশিপের আওতায় নিউক্লিয়ার-সম্পর্কিত বিষয়ে পড়তে পারবেন, যেমন পারমাণবিক প্রকৌশল, পারমাণবিক পদার্থবিজ্ঞান ও রসায়ন, পারমাণবিক ওষুধ, আইসোটোপিক কৌশল, বিকিরণ জীববিজ্ঞান, পারমাণবিক নিরাপত্তা ইত্যাদি।
সুযোগ-সুবিধা
এই ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোয় পারমাণবিক-সম্পর্কিত গবেষণায় মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি পেয়ে থাকেন। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন খরচের জন্য ২০ হাজার ইউরো এবং তাঁদের মাস্টার্স প্রোগ্রামের সময়কালের জন্য ২০ হাজার ইউরো পর্যন্ত জীবনযাত্রার খরচ দেওয়া হয়। শিক্ষার্থীদের আইএইএ দ্বারা ১২ মাস পর্যন্ত একটি ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন-যঃঃঢ়ং://িি.িরধবধ.ড়ৎম/ধনড়ঁঃ/ড়াবৎারব/িমবহফবৎ-ধঃ-ঃযব-রধবধ/রধবধ-সধৎরব-ংশষড়ফড়ংিশধ-পঁৎরব-ভবষষড়ংিযরঢ়-ঢ়ৎড়মৎধসসব