ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

এভারেস্টে করোনা, কয়েকজন পর্বতারোহী আক্রান্ত

  • আপডেট সময় : ০৯:১৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : এভারেস্ট বেস ক্যাম্পেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিলে প্রথমবার বেস ক্যম্পে এক বিদেশি পর্বতারোহীর শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস ক্যাম্পে ৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। যদিও বেসরকারি মতে সেই সংখ্যা ৩০।
২০২০ সালে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়নি, সেই কারণে এ বছর রেকর্ডসংখ্যক পর্বতারোহীকে অভিযানের অনুমতি দেয় নেপাল সরকার। কিন্তু এবারের অভিযান শুরু হওয়ার পর থেকেই একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে থাকে। পোল্যান্ডের পর্বতারোহী পল মাইকেলস্কি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের ফুসফুসের সমস্যা ছিল। পরে করোনা সংক্রমণ ধরা পড়ে
বেস ক্যাম্প ছাড়ার পরে পর্বতারোহী রোজিতা অধিকারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তিনি জানিয়েছেন, নেপাল সরকার এখনও করোনা সংক্রমণের ঘটনা অস্বীকার করছে। বেস ক্যাম্পে অনেকের শরীরেই যে করোনা সংক্রমিত হয়েছে, তার প্রমাণ রয়েছে। এর পরেও সরকার কেন সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে?
নেপালে শেষ কয়েকদিনে অনেকটাই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭০০ ছুঁয়েছে। তবু নেপালের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পর্যটন শিল্পে কোনও কড়া নিয়ন্ত্রণ আরোপ করেনি নেপাল সরকার। এক বছর এভারেস্ট অভিযান বন্ধ থাকায় নেপাল সরকারের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

এভারেস্টে করোনা, কয়েকজন পর্বতারোহী আক্রান্ত

আপডেট সময় : ০৯:১৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

প্রত্যাশা ডেস্ক : এভারেস্ট বেস ক্যাম্পেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিলে প্রথমবার বেস ক্যম্পে এক বিদেশি পর্বতারোহীর শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেস ক্যাম্পে ৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। যদিও বেসরকারি মতে সেই সংখ্যা ৩০।
২০২০ সালে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়নি, সেই কারণে এ বছর রেকর্ডসংখ্যক পর্বতারোহীকে অভিযানের অনুমতি দেয় নেপাল সরকার। কিন্তু এবারের অভিযান শুরু হওয়ার পর থেকেই একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে থাকে। পোল্যান্ডের পর্বতারোহী পল মাইকেলস্কি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের ফুসফুসের সমস্যা ছিল। পরে করোনা সংক্রমণ ধরা পড়ে
বেস ক্যাম্প ছাড়ার পরে পর্বতারোহী রোজিতা অধিকারীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তিনি জানিয়েছেন, নেপাল সরকার এখনও করোনা সংক্রমণের ঘটনা অস্বীকার করছে। বেস ক্যাম্পে অনেকের শরীরেই যে করোনা সংক্রমিত হয়েছে, তার প্রমাণ রয়েছে। এর পরেও সরকার কেন সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে?
নেপালে শেষ কয়েকদিনে অনেকটাই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭০০ ছুঁয়েছে। তবু নেপালের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পর্যটন শিল্পে কোনও কড়া নিয়ন্ত্রণ আরোপ করেনি নেপাল সরকার। এক বছর এভারেস্ট অভিযান বন্ধ থাকায় নেপাল সরকারের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছিল।