ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
এভারকেয়ারে হবে এমআরসিপি পরীক্ষা, কেন্দ্র স্থাপনে অনুমতি

এভারকেয়ারে হবে এমআরসিপি পরীক্ষা, কেন্দ্র স্থাপনে অনুমতি

  • আপডেট সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: বিশ্বব্যাপী চিকিৎসকদের জন্য মর্যাদাপূর্ণ এমআরসিপি ফেইজ (ইউকে) পরীক্ষা এখন থেকে বাংলাদেশেই নেওয়া হবে। আর প্রাথমিকভাবে এই ক্লিনিক্যাল পরীক্ষার কেন্দ্র স্থাপনে এভারকেয়ার হাসপাতালকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব উম্মে কুলসুমের সই করা এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, এমআরসিপি (ইউকে) পার্ট-২ পেসিস পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, নি¤œবর্ণিত শর্তে এমআরসিপি (ইউকে) পার্ট-২ পেসিস পরীক্ষার কেন্দ্র এভারকেয়ার হাসাপাতালে স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। শর্তগুলো হলো, এভারকেয়ার হাসপাতালে এই পরীক্ষার কেন্দ্র স্থাপনের সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না এবং সরকারের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে পরীক্ষার কেন্দ্রটি স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে।
এর আগে, গত ১৭ অক্টোবর বাংলাদেশেই এমআরসিপি পরীক্ষা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ক্লিনিক্যাল পরীক্ষায় এমআরসিপি পরীক্ষা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রায় এক হাজার জন প্রার্থী বর্তমানে অপেক্ষমাণ আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসকরা এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করলেও সুযোগ পায় খুবই কম। বর্তমানে বাংলাদেশের নিকটবর্তী দেশ হিসেবে ভারত ও সিঙ্গাপুরে এই পরীক্ষাটিতে অংশ নেওয়া যায়। এছাড়া বাংলাদেশের কাছাকাছি অন্যান্য দেশ কুয়েত, ওমান, কাতার, মিশর, মালয়েশিয়ায় এমআরসিপি ফেইজ পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেগুলোতে অংশ নেওয়া যায়। কিন্তু এসব দেশে পরীক্ষা যেমন ব্যয়বহুল তেমনি অংশ নেওয়া কঠিন। এজন্য দেশে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় দেশের চিকিৎসকদের অনেক সুবিধা হবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এভারকেয়ারে হবে এমআরসিপি পরীক্ষা, কেন্দ্র স্থাপনে অনুমতি

এভারকেয়ারে হবে এমআরসিপি পরীক্ষা, কেন্দ্র স্থাপনে অনুমতি

আপডেট সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক: বিশ্বব্যাপী চিকিৎসকদের জন্য মর্যাদাপূর্ণ এমআরসিপি ফেইজ (ইউকে) পরীক্ষা এখন থেকে বাংলাদেশেই নেওয়া হবে। আর প্রাথমিকভাবে এই ক্লিনিক্যাল পরীক্ষার কেন্দ্র স্থাপনে এভারকেয়ার হাসপাতালকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব উম্মে কুলসুমের সই করা এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, এমআরসিপি (ইউকে) পার্ট-২ পেসিস পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, নি¤œবর্ণিত শর্তে এমআরসিপি (ইউকে) পার্ট-২ পেসিস পরীক্ষার কেন্দ্র এভারকেয়ার হাসাপাতালে স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। শর্তগুলো হলো, এভারকেয়ার হাসপাতালে এই পরীক্ষার কেন্দ্র স্থাপনের সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না এবং সরকারের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে পরীক্ষার কেন্দ্রটি স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে।
এর আগে, গত ১৭ অক্টোবর বাংলাদেশেই এমআরসিপি পরীক্ষা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ক্লিনিক্যাল পরীক্ষায় এমআরসিপি পরীক্ষা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রায় এক হাজার জন প্রার্থী বর্তমানে অপেক্ষমাণ আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসকরা এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করলেও সুযোগ পায় খুবই কম। বর্তমানে বাংলাদেশের নিকটবর্তী দেশ হিসেবে ভারত ও সিঙ্গাপুরে এই পরীক্ষাটিতে অংশ নেওয়া যায়। এছাড়া বাংলাদেশের কাছাকাছি অন্যান্য দেশ কুয়েত, ওমান, কাতার, মিশর, মালয়েশিয়ায় এমআরসিপি ফেইজ পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেগুলোতে অংশ নেওয়া যায়। কিন্তু এসব দেশে পরীক্ষা যেমন ব্যয়বহুল তেমনি অংশ নেওয়া কঠিন। এজন্য দেশে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় দেশের চিকিৎসকদের অনেক সুবিধা হবে।