অর্থনৈতিক প্রতিবেদক :এবি ব্যাংক লিমিটেডের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। এতে ব্যাংকটির গ্রাহকরা তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে খরচ ছাড়াই টাকা আনতে পারবেন। পাশাপাশি বিকাশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ সেবা চালুর কথা জানানো হয়। এদিন ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সমন্বিত লেনদেন সেবা পেতে প্রথমে মোবাইল আর্থিক সেবাদাতা বিকাশের অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অ্যাড মানি’ অথবা ‘ট্রান্সফার মানি’ আইকনে ট্যাপ করে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ঢুকতে হবে। সেখানে এবি ব্যাংক নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে লিংক স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর ও বিকাশ নম্বর একই হতে হবে। লিংক স্থাপন হলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশনের মাধ্যমে এবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ট্রান্সফার মানি’র মাধ্যমে করতে পারবেন।