ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

এবার ৩ দিনের আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

  • আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তমুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবি আদায়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম মুখপাত্র আব্দুর রহমান। তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। বৃহস্পতিবার আমরা সব ক্যম্পাসে গণসংযোগ করবো। সবার সঙ্গে আলোচনা করবো। শনিবারের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো।’
এর আগে, জনভোগান্তি চিন্তা করে সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা হোসেন বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে অনড়। কিন্তু আমাদের সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আমরা ফের তিন দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে তাহলে কঠোর হবো।’
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় কয়েকশ’ শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভ শেষে সেখানেই অবস্থান নেন তারা। সকাল ১০টার দিকে সাত কলেজের বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন। এ সময় তারা ‘অধিভুক্ত বাতিল করো, সাত কলেজ স্বাধীন করো’, ‘দফা এক দাবি এক, অ্যাফিলিয়েটেড নট কাম ব্যাক’, ‘আর নয় সংস্কার, এবার চাই অধিকার’, ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘ঢাবির প্রহসন মানি না মানবো না’ ঢাবি তোমাদের প্রহসন মানবো আমি কতক্ষণ’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত ইডেন কলেজ শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘আমরা কোনও অযৌক্তিক দাবি উত্থাপন করিনি। গত সাত বছর ধরে আমরা শোষিত। আমরা এবার ঢাবি থেকে মুক্তি চাই। শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের দাবি আদায় করতে জানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বলেন, ‘স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ২১ অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আমরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ আবার অবস্থান কর্মসূচি পালন করছি।’ এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা খুবই ব্যথিত। কারণ কর্তৃপক্ষ একটা যৌক্তিক দাবি আমলে নিচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমাদের আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।’
সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।
২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করতে হবে।
৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫

এবার ৩ দিনের আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তমুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবি আদায়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের প্রধান গেটের সামনে এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম মুখপাত্র আব্দুর রহমান। তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। বৃহস্পতিবার আমরা সব ক্যম্পাসে গণসংযোগ করবো। সবার সঙ্গে আলোচনা করবো। শনিবারের মধ্যে আমাদের সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবো।’
এর আগে, জনভোগান্তি চিন্তা করে সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা হোসেন বলেন, ‘আমরা আমাদের দাবি আদায়ে অনড়। কিন্তু আমাদের সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা সড়ক ছেড়ে দিয়েছি। আমরা ফের তিন দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি কর্তৃপক্ষ সমস্যার সমাধান না করে তাহলে কঠোর হবো।’
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় কয়েকশ’ শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভ শেষে সেখানেই অবস্থান নেন তারা। সকাল ১০টার দিকে সাত কলেজের বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন। এ সময় তারা ‘অধিভুক্ত বাতিল করো, সাত কলেজ স্বাধীন করো’, ‘দফা এক দাবি এক, অ্যাফিলিয়েটেড নট কাম ব্যাক’, ‘আর নয় সংস্কার, এবার চাই অধিকার’, ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘ঢাবির প্রহসন মানি না মানবো না’ ঢাবি তোমাদের প্রহসন মানবো আমি কতক্ষণ’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত ইডেন কলেজ শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘আমরা কোনও অযৌক্তিক দাবি উত্থাপন করিনি। গত সাত বছর ধরে আমরা শোষিত। আমরা এবার ঢাবি থেকে মুক্তি চাই। শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের দাবি আদায় করতে জানে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বলেন, ‘স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ২১ অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আমরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ আবার অবস্থান কর্মসূচি পালন করছি।’ এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা খুবই ব্যথিত। কারণ কর্তৃপক্ষ একটা যৌক্তিক দাবি আমলে নিচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমাদের আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।’
সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।
২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করতে হবে।
৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।