প্রত্যাশা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণ এখন থেকে শোনা যাবে হিন্দিতেও। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত কমিশনের পক্ষ থেকে হোয়াইট হাউসে এই বিষয়ে একটি আবেদন করা হয়েছিলো। এরপরই জানানো হয়, আমেরিকান প্রেসিডেন্টের সমস্ত ভাষণ এবার শুধুমাত্র ইংরেজিতে নয়, হিন্দিসহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় শোনা যাবে।
জানা গেছে, চলতি সপ্তাহে এশিয়ান-আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক আইল্যান্ডার্স (এনএইচপিআই) রাষ্ট্রপতির উপদেষ্টা কমিশন তার বৈঠকে এই সুপারিশটি করেছে। বৈঠকের সময়, ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের নেতা অজয় জৈন ভুটোর এই প্রস্তাবটি কমিশন দ্বারা গৃহীত হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, আমেরিকার ঘরোয়া রাজনীতিতে এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের ভূমিকা ক্রমশ বাড়ছে। অথচ দেশের প্রেসিডেন্টের বক্তৃতার অংশ এখনও পর্যন্ত সরকারিভাবে শুধুমাত্র ইংরেজিতেই পাওয়া যায়। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তৃতার প্রতিলিপি যাতে হিন্দিসহ বেশ কয়েকটি এশীয় ভাষায় অনুবাদ করা হয়, হোয়াইট হাউসের কাছে সেই প্রস্তাব রাখে প্রেসিডেন্সিয়াল কমিশন। শুধু প্রেসিডেন্ট বাইডেনের বক্তৃতাই নয়, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তৃতাও যাতে ওসব ‘আঞ্চলিক’ ভাষায় অনুবাদ করা হয়, সেই প্রস্তাবও রেখেছে ওই কমিশন।
এবার হিন্দিতেও শোনা যাবে বাইডেনের বক্তৃতা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ