ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

এবার শর্টস এডিটিং ফিচার আনছে ইউটিউব

  • আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কার মধ্যেই শর্টস এডিটিং ফিচার আনার ঘোষণা দিয়েছে ইউটিউব।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) শর্টসের জন্য নতুন ভিডিও তৈরির টুলের ঘোষণা করেছে এই ভিডিও স্ট্রিমিং জায়ান্ট। শর্টস হচ্ছে সেবাটির শর্ট ফর্ম ভিডিও ফিড, যার মাধ্যমে প্লাটফর্মটি টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এসব ফিচার এমন এক সময়ে এলো যখন চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক ৫ এপ্রিলের মধ্যে কোনো আমেরিকান মালিকের কাছে বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় এই অ্যাপটি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।

ইউটিউবের নতুন এসব টুলের মধ্যে রয়েছে আপডেট করা একটি ভিডিও এডিটর, যা নির্মাতাদের ভিডিওগুলোকে সুনির্দিষ্টভাবে সমন্বয় ও এডিট করতে সাহায্য করবে। এটি এমন এক ফিচার, যা বিভিন্ন ভিডিওর কাটকে গানের তাল ও এআইনির্ভর নানা স্টিকারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বসিয়ে দেবে।

গুগলের মালিকানাধীন প্লাটফর্ম ইউটিউব বলেছে, নির্মাতাদের জন্য তৈরি এসব টুল পাওয়া যাবে এই বসন্তেই। নতুন ফিচারের পাশাপাশি গত সপ্তাহে ইউটিউব বলেছে, শর্টসের জন্য ভিউ হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আনছে তারা।

নতুন নির্দেশিকা অনুসারে, ভিডিওর কোনো ক্লিপ দেখার জন্য ব্যবহারকারীর ভিউ হিসাব করার আগের যে ন্যূনতম প্লে টাইমের প্রয়োজনীয়তা ছিল নতুন পদ্ধতিতে তা সরিয়ে ফেলবে ভিডিও প্ল্যাটফর্মটি।

৩১ মার্চ থেকে যখনই কোনো ইউটিউব শর্ট ভিডিও চলবে বা একই ভিডিও আবার প্লে হবে তখনই একটি ‘ভিউ’ যোগ হবে। এমন পরিবর্তনটি কার্যকর হওয়ার পরে কনটেন্ট নির্মাতারা আরো বেশি ভিউ দেখতে পাবেন ইউটিউবের শর্টস ভিডিওতে।

আগে ইউটিউবের ভিউ কেবল তখনই হিসাব করা হত যখন কোনো ভিডিও নির্দিষ্ট সংখ্যক সেকেন্ডের জন্য চলত। টিকটক ও মেটা তাদের বিভিন্ন রিলের ভিউ হিসাবের মতোই ইউটিউবের এ নতুন পদ্ধতিটি।

ইউটিউব বলেছে, এ পরিবর্তনটি কনটেন্ট নির্মাতাদের আয় বা ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’-এর জন্য নির্মাতাদের যোগ্যতার ওপর কোনো প্রভাব ফেলবে না।

ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা জোহানা ভুলিচ এক ইউটিউব ভিডিওতে বলেছেন, আমরা নির্মাতাদের কাছ থেকে পাওয়া সাড়ায় দেখেছি তারা এমনটিই চেয়েছিলেন। তাদের শর্টস কখন দেখা হয়েছে তা আরো ভালভাবে বোঝার উপায় দেবে এ নতুন পদ্ধতিটি। এটি এমন নির্মাতাদের জন্য কার্যকর হবে যারা একাধিক প্ল্যাটফর্ম জুড়ে ভিডিও পোস্ট করেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার শর্টস এডিটিং ফিচার আনছে ইউটিউব

আপডেট সময় : ০৪:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কার মধ্যেই শর্টস এডিটিং ফিচার আনার ঘোষণা দিয়েছে ইউটিউব।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) শর্টসের জন্য নতুন ভিডিও তৈরির টুলের ঘোষণা করেছে এই ভিডিও স্ট্রিমিং জায়ান্ট। শর্টস হচ্ছে সেবাটির শর্ট ফর্ম ভিডিও ফিড, যার মাধ্যমে প্লাটফর্মটি টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এসব ফিচার এমন এক সময়ে এলো যখন চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক ৫ এপ্রিলের মধ্যে কোনো আমেরিকান মালিকের কাছে বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় এই অ্যাপটি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।

ইউটিউবের নতুন এসব টুলের মধ্যে রয়েছে আপডেট করা একটি ভিডিও এডিটর, যা নির্মাতাদের ভিডিওগুলোকে সুনির্দিষ্টভাবে সমন্বয় ও এডিট করতে সাহায্য করবে। এটি এমন এক ফিচার, যা বিভিন্ন ভিডিওর কাটকে গানের তাল ও এআইনির্ভর নানা স্টিকারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বসিয়ে দেবে।

গুগলের মালিকানাধীন প্লাটফর্ম ইউটিউব বলেছে, নির্মাতাদের জন্য তৈরি এসব টুল পাওয়া যাবে এই বসন্তেই। নতুন ফিচারের পাশাপাশি গত সপ্তাহে ইউটিউব বলেছে, শর্টসের জন্য ভিউ হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আনছে তারা।

নতুন নির্দেশিকা অনুসারে, ভিডিওর কোনো ক্লিপ দেখার জন্য ব্যবহারকারীর ভিউ হিসাব করার আগের যে ন্যূনতম প্লে টাইমের প্রয়োজনীয়তা ছিল নতুন পদ্ধতিতে তা সরিয়ে ফেলবে ভিডিও প্ল্যাটফর্মটি।

৩১ মার্চ থেকে যখনই কোনো ইউটিউব শর্ট ভিডিও চলবে বা একই ভিডিও আবার প্লে হবে তখনই একটি ‘ভিউ’ যোগ হবে। এমন পরিবর্তনটি কার্যকর হওয়ার পরে কনটেন্ট নির্মাতারা আরো বেশি ভিউ দেখতে পাবেন ইউটিউবের শর্টস ভিডিওতে।

আগে ইউটিউবের ভিউ কেবল তখনই হিসাব করা হত যখন কোনো ভিডিও নির্দিষ্ট সংখ্যক সেকেন্ডের জন্য চলত। টিকটক ও মেটা তাদের বিভিন্ন রিলের ভিউ হিসাবের মতোই ইউটিউবের এ নতুন পদ্ধতিটি।

ইউটিউব বলেছে, এ পরিবর্তনটি কনটেন্ট নির্মাতাদের আয় বা ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’-এর জন্য নির্মাতাদের যোগ্যতার ওপর কোনো প্রভাব ফেলবে না।

ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা জোহানা ভুলিচ এক ইউটিউব ভিডিওতে বলেছেন, আমরা নির্মাতাদের কাছ থেকে পাওয়া সাড়ায় দেখেছি তারা এমনটিই চেয়েছিলেন। তাদের শর্টস কখন দেখা হয়েছে তা আরো ভালভাবে বোঝার উপায় দেবে এ নতুন পদ্ধতিটি। এটি এমন নির্মাতাদের জন্য কার্যকর হবে যারা একাধিক প্ল্যাটফর্ম জুড়ে ভিডিও পোস্ট করেন।