ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

এবার রাজামৌলির সিনেমায় মহেশ বাবু-দীপিকা!

  • আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাডুকোন জুটি বাঁধতে যাচ্ছেন দক্ষিণের বড় তারকা মহেশ বাবুর সঙ্গে। সেটিও ভারতের সবচেয়ে বড়মাপের পরিচালক এস এস রাজামৌলির সিনেমায়! এ যেন একের ভেতর তিন! সব ঠিক থাকলে এই প্রথম পর্দায় জুটি হিসেবে হাজির হবেন দীপিকা-মহেশ। যদিও এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো মন্তব্য করেননি। তবে ইন্ডাস্ট্রির ভেতরে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক বড় তারকার সঙ্গে কাজ করেছেন দীপিকা। এবার রাজামৌলির সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের শীর্ষ এই অভিনেত্রী। ইতিমধ্যেই তেলুগু সিনেমায় অভিষেক হয়েছে দিপিকার। ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সঙ্গে ‘প্রোজেক্ট কে’ সিনেমায় কাজ করছেন তিনি। এই সিনেমায় দীপিকা এবং প্রভাসের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। দীপিকার সঙ্গে কাজ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমকে মহেশ বলেন, ‘এই সিনেমা নিয়ে এখনই খুব বেশি কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি যে, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এস এস রাজামৌলির সঙ্গে কাজ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা বহুদিন ধরেই একসঙ্গে কাজ করার চেষ্টা করছি। সত্যিই খুব ভালো লাগছে।’ দীপিকাকে সর্বশেষ দেখা গিয়েছিল শকুন বত্রা পরিচালিত ‘গেহেরাইয়া’তে। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পা-ে এবং ধৈর্য কারওয়া। দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল সিনেমাটি। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমাতেও জুটি বেঁধেছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে পরের বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এদিকে মহেশ বাবুকে সর্বশেষ দেখা গিয়েছিল তেলেগু অ্যাকশন ড্রামা ‘সরকারু ভারি পাটা’-তে। সিনেমাটি পরিচালনা করেছেন পরশুরাম। ৮০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২৩০ কোটি রুপি আয় করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী-শিশুসহ দুই পরিবারের ৯ জন দগ্ধ

এবার রাজামৌলির সিনেমায় মহেশ বাবু-দীপিকা!

আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাডুকোন জুটি বাঁধতে যাচ্ছেন দক্ষিণের বড় তারকা মহেশ বাবুর সঙ্গে। সেটিও ভারতের সবচেয়ে বড়মাপের পরিচালক এস এস রাজামৌলির সিনেমায়! এ যেন একের ভেতর তিন! সব ঠিক থাকলে এই প্রথম পর্দায় জুটি হিসেবে হাজির হবেন দীপিকা-মহেশ। যদিও এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো মন্তব্য করেননি। তবে ইন্ডাস্ট্রির ভেতরে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক বড় তারকার সঙ্গে কাজ করেছেন দীপিকা। এবার রাজামৌলির সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের শীর্ষ এই অভিনেত্রী। ইতিমধ্যেই তেলুগু সিনেমায় অভিষেক হয়েছে দিপিকার। ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের সঙ্গে ‘প্রোজেক্ট কে’ সিনেমায় কাজ করছেন তিনি। এই সিনেমায় দীপিকা এবং প্রভাসের সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। দীপিকার সঙ্গে কাজ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমকে মহেশ বলেন, ‘এই সিনেমা নিয়ে এখনই খুব বেশি কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি যে, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এস এস রাজামৌলির সঙ্গে কাজ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা বহুদিন ধরেই একসঙ্গে কাজ করার চেষ্টা করছি। সত্যিই খুব ভালো লাগছে।’ দীপিকাকে সর্বশেষ দেখা গিয়েছিল শকুন বত্রা পরিচালিত ‘গেহেরাইয়া’তে। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পা-ে এবং ধৈর্য কারওয়া। দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল সিনেমাটি। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমাতেও জুটি বেঁধেছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে পরের বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এদিকে মহেশ বাবুকে সর্বশেষ দেখা গিয়েছিল তেলেগু অ্যাকশন ড্রামা ‘সরকারু ভারি পাটা’-তে। সিনেমাটি পরিচালনা করেছেন পরশুরাম। ৮০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২৩০ কোটি রুপি আয় করেছে।