ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

এবার যুক্তরাষ্ট্র প্রবাসী আশিকুলকে নিয়ে নতুন স্বপ্ন

  • আপডেট সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ফুটবলে প্রবাসী জামাল ভূঁইয়া-তারিক কাজীর মতো জিমন্যাস্টিকসে সাইক সিজার-আলী কাদের দেশের প্রতিনিধিত্ব করেছেন। তারই ধারাবাহিকতায় এবার ১৮ বছর বয়সী জ্যাক আশিকুল ইসলামকে ঘিরে দেখা হচ্ছে নতুন স্বপ্ন। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আশিকুল ইসলামের বাবার বাড়ি রংপুরে। মা অবশ্য আমেরিকান। মূলত চাচার মাধ্যমে জ্যাক আশিকুলের সন্ধান পায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখা এই জিমন্যাস্টের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জিমন্যাস্টিকস ফেডারেশন। ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠিও দিয়েছে তারা। ছেলেদের ছয়টি ইভেন্টের মধ্যে জ্যাক আশিকুল তিনটিতে বেশ ভালো।

ভিডিওতে পোমেল হর্স, ফ্লোর এবং ভল্টিং ইভেন্টে তার নৈপুণ্য মুগ্ধ করেছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্মকর্তাদের। এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী আশিকুলকে ঢাকায় এনে ট্রায়াল দিতে চায় ফেডারেশন। এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভিডিওতে যা দেখেছি তাতে করে আশিকুলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা যায়। ওর বয়স কম, প্রতিভা আছে। লাল সবুজ জার্সি পরে খেলার ইচ্ছা তার। এর আগে পাসপোর্টসহ অন্য সবকিছুর সমাধান হতে হবে। আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার যুক্তরাষ্ট্র প্রবাসী আশিকুলকে নিয়ে নতুন স্বপ্ন

আপডেট সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ফুটবলে প্রবাসী জামাল ভূঁইয়া-তারিক কাজীর মতো জিমন্যাস্টিকসে সাইক সিজার-আলী কাদের দেশের প্রতিনিধিত্ব করেছেন। তারই ধারাবাহিকতায় এবার ১৮ বছর বয়সী জ্যাক আশিকুল ইসলামকে ঘিরে দেখা হচ্ছে নতুন স্বপ্ন। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আশিকুল ইসলামের বাবার বাড়ি রংপুরে। মা অবশ্য আমেরিকান। মূলত চাচার মাধ্যমে জ্যাক আশিকুলের সন্ধান পায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখা এই জিমন্যাস্টের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জিমন্যাস্টিকস ফেডারেশন। ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠিও দিয়েছে তারা। ছেলেদের ছয়টি ইভেন্টের মধ্যে জ্যাক আশিকুল তিনটিতে বেশ ভালো।

ভিডিওতে পোমেল হর্স, ফ্লোর এবং ভল্টিং ইভেন্টে তার নৈপুণ্য মুগ্ধ করেছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্মকর্তাদের। এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী আশিকুলকে ঢাকায় এনে ট্রায়াল দিতে চায় ফেডারেশন। এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভিডিওতে যা দেখেছি তাতে করে আশিকুলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা যায়। ওর বয়স কম, প্রতিভা আছে। লাল সবুজ জার্সি পরে খেলার ইচ্ছা তার। এর আগে পাসপোর্টসহ অন্য সবকিছুর সমাধান হতে হবে। আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি।’