বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ‘রেডিও’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। এবার তিনি হাত দিলেন ‘মিষ্টির প্যাকেট’-এ। না, কোনো উপলক্ষে পরিচালক কাউকে মিষ্টি খাওয়াতে চান না। ওই নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম সিনেবাজের ব্যানারে বড় বাজেটে নির্মিত হবে এই প্রজেক্টটি। নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই খবর অনন্য মামুন নিজেই জানিয়েছেন। পরিচালক জানিয়েছেন, এরইমধ্যে সিনেবাজের সঙ্গে তিনি চুক্তি সাক্ষর করেছেন।
তিনি আরও জানান, ‘মিষ্টির প্যাকেট’ একটি সাইকো থ্রিলার ওয়েব সিরিজ। মামুন বলেন, ‘এটি তার জীবনের অন্যতম একটি সেরা কাজ হতে যাচ্ছে। ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীদের নাম আগামী ২০ মার্চ ঘোষণা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে, সম্প্রতি শেষ হওয়া ‘রেডিও’ ছবিতে তিনি কাজ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদকে নিয়ে। তার সঙ্গে আছেন জাকিয়া বারী মম। অনন্য মামুন জানান, ‘রেডিও’ সিনেমাটি নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে। খুব শিগগিরই সিনেমাটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
এবার ‘মিষ্টির প্যাকেট’ নিয়ে আসছেন অনন্য মামুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ