ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

  • আপডেট সময় : ০২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেশের মাটিতে বেশ আলোচিত হয়েছে, করেছে ভালো ব্যবসা। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশি মুক্তি পেলে সেখানেও প্রশংসিত হয়। এবার ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়ায়। ১১ মার্চ থেকে কুয়ালালামপুরের টিজিভি সিনেমাস ও কেএলসিসি’তে সিনেমাটির প্রদর্শন শুরু হবে। সেখানে এটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘মিশন এক্সট্রিম’ দিয়েই মালয়েশিয়াতে নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের যাত্রা শুরু হলো। এই দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের ভালো সাড়া পেলে প্রতি মাসেই মালয়েশিয়ার বাংলা সিনেমাগুলো প্রদর্শনের ব্যবস্থা করব। তিনি আরো জানান, প্রথমে ‘মিশন এক্সট্রিম’ মালয়েশিয়ার দুইটি সিনেমা হলে মুক্তি পেলেও পর্যায়ক্রমে দেশটির আরো সিনেমা হলে এটি মুক্তি দেওয়া হবে। এর আগে, গত ৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া মুক্তি পেয়েছে ‘মিশন এক্সট্রিম’। এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, মিশন এক্সট্রিম’ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি শ্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইতালিতে মুক্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও রয়েছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। গত ৩ ডিসেম্বর দেশের ৫০ সিনেমা হলে একযোগে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

আপডেট সময় : ০২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেশের মাটিতে বেশ আলোচিত হয়েছে, করেছে ভালো ব্যবসা। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশি মুক্তি পেলে সেখানেও প্রশংসিত হয়। এবার ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়ায়। ১১ মার্চ থেকে কুয়ালালামপুরের টিজিভি সিনেমাস ও কেএলসিসি’তে সিনেমাটির প্রদর্শন শুরু হবে। সেখানে এটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘মিশন এক্সট্রিম’ দিয়েই মালয়েশিয়াতে নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের যাত্রা শুরু হলো। এই দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের ভালো সাড়া পেলে প্রতি মাসেই মালয়েশিয়ার বাংলা সিনেমাগুলো প্রদর্শনের ব্যবস্থা করব। তিনি আরো জানান, প্রথমে ‘মিশন এক্সট্রিম’ মালয়েশিয়ার দুইটি সিনেমা হলে মুক্তি পেলেও পর্যায়ক্রমে দেশটির আরো সিনেমা হলে এটি মুক্তি দেওয়া হবে। এর আগে, গত ৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া মুক্তি পেয়েছে ‘মিশন এক্সট্রিম’। এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, মিশন এক্সট্রিম’ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি শ্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইতালিতে মুক্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও রয়েছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। গত ৩ ডিসেম্বর দেশের ৫০ সিনেমা হলে একযোগে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায়।