ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

এবার মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

  • আপডেট সময় : ০৯:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে গত সোমবার। পরদিন (মঙ্গলবার) প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন নতুন কমিটির সদস্যরা। যেখানে তারা প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

নতুন কমিটির সভা ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানা। বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।’ এর আগে থেকে বিসিবির আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও সেই আওতায় আনার সিদ্ধান্ত হতে যাচ্ছে নতুন সংযোজন।

মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে সে ধারণাও দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। বুলবুল বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি) ফরম্যাটে হবে।’

এসি/আপ্র/০৮/১০/২০২

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এবার মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

আপডেট সময় : ০৯:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে গত সোমবার। পরদিন (মঙ্গলবার) প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন নতুন কমিটির সদস্যরা। যেখানে তারা প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

নতুন কমিটির সভা ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানা। বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।’ এর আগে থেকে বিসিবির আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও সেই আওতায় আনার সিদ্ধান্ত হতে যাচ্ছে নতুন সংযোজন।

মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে সে ধারণাও দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। বুলবুল বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি) ফরম্যাটে হবে।’

এসি/আপ্র/০৮/১০/২০২