ক্রীড়া ডেস্ক : এবারের কোপার আমেরিকা ফুটবল টুর্নামেন্টে শিরোপার খরা কেটেছে আর্জেন্টিনার। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ১-০ গোল ব্যবধানে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন দলের তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। পুরস্কার নেয়ার পর এক সংবাদ সম্মেলনে জানান আগামীর ভাবনা। এবার বিশ্বকাপে চোখ পড়েছে ডি মারিয়ার। ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতার পর ডি মারিয়া বলেন, ‘আমি আমার বাচ্চা, স্ত্রী, বাবা-মা এবং যারা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে তাদেরকে এই শিরোপা উৎসর্গ করছি। শিগগিরই একটি বিশ্বকাপ আসবে। এটা দিনের আলোর মতোই পরিষ্কার।’ এ সময় নিজের দলনেতা মেসিকে নিয়েও মন্তব্য করেন তিনি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ডি মারিয়া বলেন, ‘এটা সত্যিই অবিস্মরণীয়। মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও মেসিকে ধন্যবাদ জানিয়েছি। সে আমাকে বলেছে, এটা আমার ফাইনাল। যেসব ফাইনাল আমি ইনজুরির কারণে খেলতে পারিনি, সেসবের প্রতিশোধ। এটা আজই হওয়ার ছিল এবং এটাই হয়েছে।’