ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

এবার বিদ্যুৎ উৎপাদন ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে মেটা

  • আপডেট সময় : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: ডেটা সেন্টারে বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে এখন সরাসরি বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায় যুক্ত হতে চলেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

মার্কিন বাণিজ্য সংবাদ প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, বিদ্যুৎ ব্যবসার অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে মেটা ও মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এরইমধ্যে এ অনুমোদন পেয়েছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। মেটা বলেছে, এ অনুমোদন পেলে নতুন বিদ্যুৎকেন্দ্র থেকে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ কেনার প্রতিশ্রুতি দিতে পারবে তারা। একইসঙ্গে প্রয়োজন হলে সেই বিদ্যুতের কিছু অংশ পাইকারি বাজারে আবার বিক্রি করতেও পারবে কোম্পানিটি।

মেটার বৈশ্বিক জ্বালানি বিভাগের প্রধান উর্বি পারেখ বলেছেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাতারা জানতে চাইছেন, বিদ্যুতের ক্রেতারা সত্যিকারের ঝুঁকি নেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে প্রস্তুত কি না। এআই ডেটা সিস্টেমে বিদ্যুতের পরিমাণ বাড়ানোর প্রয়োজন নিয়ে মেটা যদি আরো সক্রিয়ভাবে কথা না বলে তবে কাজটা আমাদের চাহিদা অনুযায়ী দ্রুত এগোচ্ছে না।

ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, বিভিন্ন প্রযুক্তি কোম্পানির উচ্চাভিলাষী এআই ডেটা সেন্টার পরিকল্পনার পেছনে যে নজিরবিহীন জ্বালানি চাহিদা রয়েছে তা পূরণ করতে মেটার লুইজিয়ানা ডেটা সেন্টার ক্যাম্পাসে কম করে হলেও তিনটি নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে হবে।

সানা/ওআ/আপ্র/২৪/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এবার বিদ্যুৎ উৎপাদন ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে মেটা

আপডেট সময় : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: ডেটা সেন্টারে বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে এখন সরাসরি বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায় যুক্ত হতে চলেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

মার্কিন বাণিজ্য সংবাদ প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, বিদ্যুৎ ব্যবসার অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে মেটা ও মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এরইমধ্যে এ অনুমোদন পেয়েছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। মেটা বলেছে, এ অনুমোদন পেলে নতুন বিদ্যুৎকেন্দ্র থেকে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ কেনার প্রতিশ্রুতি দিতে পারবে তারা। একইসঙ্গে প্রয়োজন হলে সেই বিদ্যুতের কিছু অংশ পাইকারি বাজারে আবার বিক্রি করতেও পারবে কোম্পানিটি।

মেটার বৈশ্বিক জ্বালানি বিভাগের প্রধান উর্বি পারেখ বলেছেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাতারা জানতে চাইছেন, বিদ্যুতের ক্রেতারা সত্যিকারের ঝুঁকি নেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে প্রস্তুত কি না। এআই ডেটা সিস্টেমে বিদ্যুতের পরিমাণ বাড়ানোর প্রয়োজন নিয়ে মেটা যদি আরো সক্রিয়ভাবে কথা না বলে তবে কাজটা আমাদের চাহিদা অনুযায়ী দ্রুত এগোচ্ছে না।

ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, বিভিন্ন প্রযুক্তি কোম্পানির উচ্চাভিলাষী এআই ডেটা সেন্টার পরিকল্পনার পেছনে যে নজিরবিহীন জ্বালানি চাহিদা রয়েছে তা পূরণ করতে মেটার লুইজিয়ানা ডেটা সেন্টার ক্যাম্পাসে কম করে হলেও তিনটি নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে হবে।

সানা/ওআ/আপ্র/২৪/১১/২০২৫