ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

এবার ফুলের অনেক দাম

  • আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে নানা রকমের ফুল আর ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে যান হাজারো মানুষ। আর এই ফুলের ব্যবস্থা ও তোড়া বানানোর কাজে ব্যস্ত শহীদ মিনারের আশপাশের দোকানিরা। তবে এবার ফুলের দাম বেশি বলে জানিয়েছেন তারা। আগামীকাল (সোমবার) মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিকে ঘিরে ব্যস্ততা বেড়েছে রাজধানীর ফুলের দোকানিদের। তবে নিরাপত্তাজনিত কারণে শহীদ মিনারের খুব কাছে বসার সুযোগ না থাকায় হাইকোর্ট মোড়ের দক্ষিণে রাস্তার পাশে বসেছেন দোকানিরা। গতকাল রোববার সকাল ১০টায় হাইকোর্ট মোড় থেকে বঙ্গবাজারমুখী রাস্তার পাশে এমন চিত্র দেখা যায়। ওই এলাকায় দেখা যায়, কেউ ভ্যানে করে ফুলের তোড়া নিয়ে আসছেন, কেউ ফুলের মালা তৈরি করছেন, আবার কেউ ফুলের তোড়ায় সারিবদ্ধভাবে ফুল গেঁথে দিচ্ছেন। ৪০ বছর ধরে ফুল বিক্রেতা আবুল হোসেন বলেন, দোয়েল চত্বর রোডে আমাদের দোকান। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ভিআইপি মানুষ যাবে ঐ রাস্তা দিয়ে, তাই এখানে বসেছি। ফুলের ব্যবসা সম্পর্কে আবুল হোসেন বলেন, ফুলের দাম বেশি। কাস্টমার কেমন আসে তার ওপর নির্ভর করছে বিক্রি। কাস্টমাররা আগে যে দামে ফুল নিতো সেই দামে এখন বিক্রি করা যাবে না। অনেক দাম ফুলের। তিনি বলেন, করোনার সময় জমানো টাকা বসে বসে খেয়েছি। যারা ফুল চাষ করে তারাও চাষ করতে পারে নাই। ফুল কম, আবার করোনার পর (কমে যাওয়া) সবাই ব্যবসা করতে চাইছে, যার কারণে ফুলের দাম বেশি। ফুলও কম। সব টাকা নিচ্ছে বাগানওয়ালারা। আমরা ফুল পাই না। যেগুলো পাই তাও দাম বেশি। আবার এগুলো বিক্রি করতে গিয়েও পড়ি সমস্যায়। আরেক ব্যবসায়ী খোরশেদ আলী বলেন, শহীদ মিনারে অনেক লোক আসে। এবারও যদি লোকজন বেশি আসে তাহলে অনেক বিক্রি হবে বলে আশা করছি। মালের (ফুলের) দাম অনেক বেশি। ৫০০ টাকার কম কোনো ফুলের তোড়া নাই। আজ বিকেল থেকেই বিক্রি শুরু হবে বলে জানান তিনি। ফুলের মালার দোকানে কাজ করেন শিমা। তিনি বলেন, প্রতিবছরই ফুলের দোকানে কাজ করি। আজ সকাল থেকেও রাত ১০টা পর্যন্ত কাজ করবো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার ফুলের অনেক দাম

আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে নানা রকমের ফুল আর ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে যান হাজারো মানুষ। আর এই ফুলের ব্যবস্থা ও তোড়া বানানোর কাজে ব্যস্ত শহীদ মিনারের আশপাশের দোকানিরা। তবে এবার ফুলের দাম বেশি বলে জানিয়েছেন তারা। আগামীকাল (সোমবার) মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিকে ঘিরে ব্যস্ততা বেড়েছে রাজধানীর ফুলের দোকানিদের। তবে নিরাপত্তাজনিত কারণে শহীদ মিনারের খুব কাছে বসার সুযোগ না থাকায় হাইকোর্ট মোড়ের দক্ষিণে রাস্তার পাশে বসেছেন দোকানিরা। গতকাল রোববার সকাল ১০টায় হাইকোর্ট মোড় থেকে বঙ্গবাজারমুখী রাস্তার পাশে এমন চিত্র দেখা যায়। ওই এলাকায় দেখা যায়, কেউ ভ্যানে করে ফুলের তোড়া নিয়ে আসছেন, কেউ ফুলের মালা তৈরি করছেন, আবার কেউ ফুলের তোড়ায় সারিবদ্ধভাবে ফুল গেঁথে দিচ্ছেন। ৪০ বছর ধরে ফুল বিক্রেতা আবুল হোসেন বলেন, দোয়েল চত্বর রোডে আমাদের দোকান। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ভিআইপি মানুষ যাবে ঐ রাস্তা দিয়ে, তাই এখানে বসেছি। ফুলের ব্যবসা সম্পর্কে আবুল হোসেন বলেন, ফুলের দাম বেশি। কাস্টমার কেমন আসে তার ওপর নির্ভর করছে বিক্রি। কাস্টমাররা আগে যে দামে ফুল নিতো সেই দামে এখন বিক্রি করা যাবে না। অনেক দাম ফুলের। তিনি বলেন, করোনার সময় জমানো টাকা বসে বসে খেয়েছি। যারা ফুল চাষ করে তারাও চাষ করতে পারে নাই। ফুল কম, আবার করোনার পর (কমে যাওয়া) সবাই ব্যবসা করতে চাইছে, যার কারণে ফুলের দাম বেশি। ফুলও কম। সব টাকা নিচ্ছে বাগানওয়ালারা। আমরা ফুল পাই না। যেগুলো পাই তাও দাম বেশি। আবার এগুলো বিক্রি করতে গিয়েও পড়ি সমস্যায়। আরেক ব্যবসায়ী খোরশেদ আলী বলেন, শহীদ মিনারে অনেক লোক আসে। এবারও যদি লোকজন বেশি আসে তাহলে অনেক বিক্রি হবে বলে আশা করছি। মালের (ফুলের) দাম অনেক বেশি। ৫০০ টাকার কম কোনো ফুলের তোড়া নাই। আজ বিকেল থেকেই বিক্রি শুরু হবে বলে জানান তিনি। ফুলের মালার দোকানে কাজ করেন শিমা। তিনি বলেন, প্রতিবছরই ফুলের দোকানে কাজ করি। আজ সকাল থেকেও রাত ১০টা পর্যন্ত কাজ করবো।