ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

এবার নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি

  • আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী (সা.)-কে নিয়ে অপমানজনক মন্তব্যের ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। তাকে দুইবার তলব করার পরও হাজিরা না দেওয়ায় এ নোটিশ জারি করেছে পুলিশ। মহানবী (সা.-কে) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মার বিরুদ্ধে কলকাতার নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করেন এক ব্যক্তি। এরই প্রেক্ষিতে গত (২০ জুন) নুপুরকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে চার সপ্তাহ সময় চান নুপুর শর্মা। এক ইমেইল পাঠিয়ে তিনি জানান, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত, চার সপ্তাহ সময় দেওয়া হোক। পরে আবারও সমন পাঠানো হয় তাকে। কিন্তু এবারও তিনি বিষয়টি উপেক্ষা করেন। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও দেননি তিনি। যখন কোনও অভিযুক্ত ব্যক্তি নিরুদ্দেশ হয়ে যান এবং তার অনুপস্থিতিতে তদন্ত বা বিচার ব্যবস্থার কাজ ব্যাহত হতে পারে, সেই অভিযুক্ত দেশের সীমানার ভেতরে বা বাইরে আত্মগোপন করে থাকতে পারেন বলে মনে করা হয়। তখনই সরকারিভাবে জারি করা হয় লুক আউট নোটিশ। কোনও পলাতক পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা লুক আউট নোটিশ জারি করে থাকে। ওই ব্যক্তি যেনও দেশ ছেড়ে যেতে না পারে তা নিশ্চিত করতে একটি এলওসি জারি করা হয়।
উল্লেখ্য, গত মে মাসের শুরুতে একটি টেলিভিশন বিতর্কে নুপুর শর্মার অপমানজনক মন্তব্য ভারত ও বেশ কয়েকটি উপসাগরীয় মুসলিম দেশে ক্ষোভের জন্ম দেয়। বেশ কয়েকটি আরব দেশ ভারতীয় কূটনীতিককে তলব করে কঠোর তিরস্কার জানায়। বিজেপির বহিষ্কৃত নারী মুখপাত্র নুপুর শর্মাকে দায়ী করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জে.বি. পারদিওয়ালার সুপ্রিম কোর্টের বেঞ্চ মৌখিক পর্যালোচনায় বলেছে, তার উচিত পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়ের পর দেশজুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের

এবার নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি

আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী (সা.)-কে নিয়ে অপমানজনক মন্তব্যের ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। তাকে দুইবার তলব করার পরও হাজিরা না দেওয়ায় এ নোটিশ জারি করেছে পুলিশ। মহানবী (সা.-কে) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মার বিরুদ্ধে কলকাতার নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করেন এক ব্যক্তি। এরই প্রেক্ষিতে গত (২০ জুন) নুপুরকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে চার সপ্তাহ সময় চান নুপুর শর্মা। এক ইমেইল পাঠিয়ে তিনি জানান, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত, চার সপ্তাহ সময় দেওয়া হোক। পরে আবারও সমন পাঠানো হয় তাকে। কিন্তু এবারও তিনি বিষয়টি উপেক্ষা করেন। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও দেননি তিনি। যখন কোনও অভিযুক্ত ব্যক্তি নিরুদ্দেশ হয়ে যান এবং তার অনুপস্থিতিতে তদন্ত বা বিচার ব্যবস্থার কাজ ব্যাহত হতে পারে, সেই অভিযুক্ত দেশের সীমানার ভেতরে বা বাইরে আত্মগোপন করে থাকতে পারেন বলে মনে করা হয়। তখনই সরকারিভাবে জারি করা হয় লুক আউট নোটিশ। কোনও পলাতক পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা লুক আউট নোটিশ জারি করে থাকে। ওই ব্যক্তি যেনও দেশ ছেড়ে যেতে না পারে তা নিশ্চিত করতে একটি এলওসি জারি করা হয়।
উল্লেখ্য, গত মে মাসের শুরুতে একটি টেলিভিশন বিতর্কে নুপুর শর্মার অপমানজনক মন্তব্য ভারত ও বেশ কয়েকটি উপসাগরীয় মুসলিম দেশে ক্ষোভের জন্ম দেয়। বেশ কয়েকটি আরব দেশ ভারতীয় কূটনীতিককে তলব করে কঠোর তিরস্কার জানায়। বিজেপির বহিষ্কৃত নারী মুখপাত্র নুপুর শর্মাকে দায়ী করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জে.বি. পারদিওয়ালার সুপ্রিম কোর্টের বেঞ্চ মৌখিক পর্যালোচনায় বলেছে, তার উচিত পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।