ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

এবার দেশে দেখা যাবে মনোজের ‘হইতে সুরমা’

  • আপডেট সময় : ০৬:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নানা দেশ আর উৎসব ঘুরে এবার বাংলাদেশে হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হইতে সুরমা’র প্রিমিয়ার। ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’-তে প্রদর্শিত হবে সিনেমাটি। সিনেমার নির্মাতা ও অভিনেতা মনোজ প্রামাণিক গ্লিটজকে বলেন, আগামী ২২ নভেম্বর ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম দেখানো হবে সিনেমাটি। “বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে ‘হইতে সুরমা’ বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের।” ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’-তে তিনটি ইউরোপীয় চলচ্চিত্রের সঙ্গে ‘হইতে সুরমা’ প্রদর্শিত হবে। সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক ও সুব্রত সরকার। গত বছরের এপ্রিলে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব (ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি) এর অংশ হিসেবে সিনেমাটি নির্মাণ করেন তারা। সিনেমার দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী তাহিরপুর উপজেলার শনির হাওর এবং আশপাশের এলাকায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে উল্টো প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, তা নিয়েই এ চলচ্চিত্র। সিনেমায় অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস, মনজু তালুকদারসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন সুপ্তক, সংগীত করেছেন সায়ন্তন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে হয়েছে সম্পাদনা। ৪৬ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সঙ্গে ‘হইতে সুরমা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। পরে আরও তিনটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এ সিনেমা, মন্টিনিগ্রো ফিল্ম ফেস্টিভালে ‘বেস্ট ফিল্ম’ অ্যাওয়ার্ডও পায়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে

এবার দেশে দেখা যাবে মনোজের ‘হইতে সুরমা’

আপডেট সময় : ০৬:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: নানা দেশ আর উৎসব ঘুরে এবার বাংলাদেশে হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হইতে সুরমা’র প্রিমিয়ার। ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’-তে প্রদর্শিত হবে সিনেমাটি। সিনেমার নির্মাতা ও অভিনেতা মনোজ প্রামাণিক গ্লিটজকে বলেন, আগামী ২২ নভেম্বর ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম দেখানো হবে সিনেমাটি। “বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে ‘হইতে সুরমা’ বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের।” ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’-তে তিনটি ইউরোপীয় চলচ্চিত্রের সঙ্গে ‘হইতে সুরমা’ প্রদর্শিত হবে। সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক ও সুব্রত সরকার। গত বছরের এপ্রিলে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব (ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি) এর অংশ হিসেবে সিনেমাটি নির্মাণ করেন তারা। সিনেমার দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী তাহিরপুর উপজেলার শনির হাওর এবং আশপাশের এলাকায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে উল্টো প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, তা নিয়েই এ চলচ্চিত্র। সিনেমায় অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস, মনজু তালুকদারসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন সুপ্তক, সংগীত করেছেন সায়ন্তন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে হয়েছে সম্পাদনা। ৪৬ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সঙ্গে ‘হইতে সুরমা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। পরে আরও তিনটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এ সিনেমা, মন্টিনিগ্রো ফিল্ম ফেস্টিভালে ‘বেস্ট ফিল্ম’ অ্যাওয়ার্ডও পায়।