বিনোদন ডেস্ক: ২০১৬ সালের লোকার্নোর ওপেন ডোর্সের উদ্বোধনী ছবি ছিলো ‘শুনতে কি পাও!’। এর আগে প্যারিসের সিনেমা দ্যু রিলে ‘গ্রাঁপ্রি’ এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবি হিসেবে ‘স্বর্ণশঙ্খ’ এবং শ্রেষ্ঠ চিত্রগ্রহণের পুরস্কার জয় করেছিলো কামার আহমাদ সাইমন পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত এই ছবি! আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন, গুগল টিভি, আইটিউনসে পাওয়া গেলেও দেশের সর্বস্তরের দর্শকদের জন্য উন্মুক্ত করার জন্য আলোচনা ছিলো নেটিজেনদের মধ্যে। এবার দেশীয় প্লাটফর্মেও দেখা যাবে ‘শুনতে কি পাও!’। এরইমধ্যে চরকি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়েছে, আসছে ৩ নভেম্বর থেকে দর্শক দেশের বহুল আলোচিত ও প্রশংসিত এই সিনেমাটি দেখতে পারবেন।
সময়ের অন্যতম নাম কামার আহমাদ সাইমন। জানা-শোনা ফরম্যাটের বাইরে এক নতুন চলচ্চিত্র-ভাষা নিয়ে হাজির হয়েছেন একাধারে পরিচালক, চিত্রগ্রাহক, লেখক এই নির্মাতা। পুরান ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতার শৈশব কেটেছে রক্ষণশীল সামাজিক কাঠামোর মধ্যে দিয়ে। চলচ্চিত্র জীবনের শুরুতেই আমন্ত্রণ পেয়েছেন কান-বার্লিন-লোকার্নোর মতো প্রথম সারির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোয়, বাংলাদেশের একমাত্র নির্মাতা হিসেবে সম্মানিত হয়েছেন পিয়াতজা গ্রান্দার মতো বিশ্ব চলচ্চিত্র মঞ্চে। ২০০৯ সালে বাংলাদেশ আইলা নামক যে ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়, এর পরবর্তী সমাজব্যবস্থার উপর নির্মিত ‘শুনতে কি পাও!’। ২০১৪ সালে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় এবং দর্শকনন্দিত হয়।


























