ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

এবার টাইগার শ্রফকে খুনের হুমকি!

  • আপডেট সময় : ০৭:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের একের পর এক তারকাকে দেওয় হচ্ছে খুনের হুমকি। প্রথমে বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার বাড়ির সামনে গোলাগুলিও হয়। এরপর ২০২৪ সালের অক্টোবর মাসে এই অভিনেতার ঘনিষ্ঠ বাবা সিদ্দিককে খুন করে ওই গ্যাং। এরপর একই বছরের নভেম্বরে ২৪ ঘণ্টার মধ্যে শাহরুখ খান ও সালমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি আসে। এখানেই শেষ নয়, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় হামলার শিকার হন অভিনেতা সাইফ আলি খান। এবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলিউডের তরুণ অভিনেতা টাইগার শ্রফকে! বলিউড মাধ্যম সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোমবার (২১ এপ্রিল) মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে একটি ফোন আসে। যেখানে দাবি করা হয়, ২ লাখ টাকার বিনিময়ে টাইগার শ্রফকে মেরে ফেলার ‘সুপারি’ দেওয়া হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই এমন হুমকি ফোন আসায় পুলিশ প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি পাঞ্জাব থেকে এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। বয়স ৩৫। সেই ব্যক্তিই দাবি করেন, তাকে নাকি ২ লাখ টাকার অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফ পুত্রকে খুনের জন্য নির্ধারণ করা হয়েছে। ফোন আসার পরই টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়া দাবি করেছেন। তবে এতে ছাড় পাননি তিনি। সংশ্লিষ্ট ঘটনায় খর থানায় এফআইআর দায়ের হয়েছে। এর প্রেক্ষিতে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ। তারপর ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সূত্রের খবর, এরপরই জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয় হুমকি দেওয়া ওই ব্যক্তিকে। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার নিমিত গোয়েল জানান, একটি এফআইআর দায়ের করেছে। ইতোমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এই হুমকি সম্পূর্ণ ভুয়া। জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি মনগড়া গল্প শুনিয়েছিলেন পুলিশকে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার টাইগার শ্রফকে খুনের হুমকি!

আপডেট সময় : ০৭:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউডের একের পর এক তারকাকে দেওয় হচ্ছে খুনের হুমকি। প্রথমে বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার বাড়ির সামনে গোলাগুলিও হয়। এরপর ২০২৪ সালের অক্টোবর মাসে এই অভিনেতার ঘনিষ্ঠ বাবা সিদ্দিককে খুন করে ওই গ্যাং। এরপর একই বছরের নভেম্বরে ২৪ ঘণ্টার মধ্যে শাহরুখ খান ও সালমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি আসে। এখানেই শেষ নয়, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় হামলার শিকার হন অভিনেতা সাইফ আলি খান। এবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলিউডের তরুণ অভিনেতা টাইগার শ্রফকে! বলিউড মাধ্যম সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোমবার (২১ এপ্রিল) মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে একটি ফোন আসে। যেখানে দাবি করা হয়, ২ লাখ টাকার বিনিময়ে টাইগার শ্রফকে মেরে ফেলার ‘সুপারি’ দেওয়া হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই এমন হুমকি ফোন আসায় পুলিশ প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি পাঞ্জাব থেকে এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। বয়স ৩৫। সেই ব্যক্তিই দাবি করেন, তাকে নাকি ২ লাখ টাকার অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফ পুত্রকে খুনের জন্য নির্ধারণ করা হয়েছে। ফোন আসার পরই টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়া দাবি করেছেন। তবে এতে ছাড় পাননি তিনি। সংশ্লিষ্ট ঘটনায় খর থানায় এফআইআর দায়ের হয়েছে। এর প্রেক্ষিতে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ। তারপর ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সূত্রের খবর, এরপরই জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয় হুমকি দেওয়া ওই ব্যক্তিকে। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার নিমিত গোয়েল জানান, একটি এফআইআর দায়ের করেছে। ইতোমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এই হুমকি সম্পূর্ণ ভুয়া। জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি মনগড়া গল্প শুনিয়েছিলেন পুলিশকে।