ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

এবার জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

  • আপডেট সময় : ০১:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। স্থানীয় সময় গত সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি ‘উল্লেখযোগ্যসংখ্যক’ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। একে বার্লিনের ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে রাশিয়া। এর জবাবে এবার জার্মান কূটনীতিক বহিষ্কারের কথা জানাল মস্কো।
সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তারা। রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তাঁর হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া।
ধারণা করা হচ্ছে, ৪০ জনকে বহিষ্কার করা হলেও শতাধিক মানুষের ওপর রাশিয়ার এ সিদ্ধান্তের প্রভাব পড়বে। কারণ, কূটনীতিকদের পাশাপাশি তাঁদের স্বজনেরাও মস্কো ছাড়তে বাধ্য হবেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়। তিনি আরও বলেন, রাশিয়া যাঁদের বহিষ্কার করেছে, তাঁরা কোনো ভুল করেননি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বায়েরবকের কথাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

এবার জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

আপডেট সময় : ০১:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। স্থানীয় সময় গত সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি ‘উল্লেখযোগ্যসংখ্যক’ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। একে বার্লিনের ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে রাশিয়া। এর জবাবে এবার জার্মান কূটনীতিক বহিষ্কারের কথা জানাল মস্কো।
সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তারা। রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তাঁর হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া।
ধারণা করা হচ্ছে, ৪০ জনকে বহিষ্কার করা হলেও শতাধিক মানুষের ওপর রাশিয়ার এ সিদ্ধান্তের প্রভাব পড়বে। কারণ, কূটনীতিকদের পাশাপাশি তাঁদের স্বজনেরাও মস্কো ছাড়তে বাধ্য হবেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়। তিনি আরও বলেন, রাশিয়া যাঁদের বহিষ্কার করেছে, তাঁরা কোনো ভুল করেননি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বায়েরবকের কথাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।