ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

এবার কোচ হচ্ছেন আব্দুর রাজ্জাক

  • আপডেট সময় : ১১:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। সেই দায়িত্বই নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন তিনি। এবার কোচের দায়িত্ব পেলেন সাবেক এই বাঁ-হাতি স্পিনার। হাই পারফরম্যান্স ইউনিটের(এইচপি) স্পিন কোচের ভূমিকা পালন করবেন তিনি। আগামী মে মাসের মাঝামাঝিতে ক্যাম্প শুরু করবে এইচপি। সেখানে স্বল্প মেয়াদে কোচের দায়িত্ব পালন করবেন রাজ্জাক। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাচে সাক্ষাৎকার দেয়াকালে রাজ্জাক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ, সবকিছু পরিকল্পনা মতো চললে, আমি এইচপির ক্যাম্পে যোগ দিচ্ছি। এটা এমন না যে এই মুহূর্তে আমি নিজের নজর কোচিংয়ের দিকে সরিয়ে নিচ্ছি।’ তিনি আরও বলেন,‘কিন্তু আমি যেটা অনুভব করেছি, অনেক অভিজ্ঞতা আছে যেটা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আর যদি সেটা তাদেরকে লাভবান করে তাহলে আমার জন্য তৃপ্তির হবে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে নিজের জন্যও।’ এদিকে ক্রিকবাজকে দুর্জয় বলেছেন, ‘আমরা এখনও এইচপি ইউনিটের জন্য ভালো কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই রাজ্জাককে এইচপি ক্যাম্পে যুক্ত করতে চাচ্ছি। আমাদের আশা সে নিজের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগ করে নিতে পারবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এবার কোচ হচ্ছেন আব্দুর রাজ্জাক

আপডেট সময় : ১১:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। সেই দায়িত্বই নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন তিনি। এবার কোচের দায়িত্ব পেলেন সাবেক এই বাঁ-হাতি স্পিনার। হাই পারফরম্যান্স ইউনিটের(এইচপি) স্পিন কোচের ভূমিকা পালন করবেন তিনি। আগামী মে মাসের মাঝামাঝিতে ক্যাম্প শুরু করবে এইচপি। সেখানে স্বল্প মেয়াদে কোচের দায়িত্ব পালন করবেন রাজ্জাক। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাচে সাক্ষাৎকার দেয়াকালে রাজ্জাক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ, সবকিছু পরিকল্পনা মতো চললে, আমি এইচপির ক্যাম্পে যোগ দিচ্ছি। এটা এমন না যে এই মুহূর্তে আমি নিজের নজর কোচিংয়ের দিকে সরিয়ে নিচ্ছি।’ তিনি আরও বলেন,‘কিন্তু আমি যেটা অনুভব করেছি, অনেক অভিজ্ঞতা আছে যেটা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আর যদি সেটা তাদেরকে লাভবান করে তাহলে আমার জন্য তৃপ্তির হবে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে নিজের জন্যও।’ এদিকে ক্রিকবাজকে দুর্জয় বলেছেন, ‘আমরা এখনও এইচপি ইউনিটের জন্য ভালো কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই রাজ্জাককে এইচপি ক্যাম্পে যুক্ত করতে চাচ্ছি। আমাদের আশা সে নিজের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগ করে নিতে পারবে।’