বিনোদন ডেস্ক : বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় রাজত্ব করে যাচ্ছেন কারিনা কাপুর খান। এবার ওটিটির জগতে পা রাখতে প্রস্তুত তিনি। সুজয় ঘোষ পরিচালিত একটি সিনেমায় কাজ করবেন নবাববাড়ির বউ। গ্লোবাল বেস্ট সেলার দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স-এর কাহিনি নিয়ে হবে ছবিটি।
এতে আরও অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মা। বলিউড হাঙ্গামা এই তথ্য নিশ্চিত করেছে।
পরিচাললক সুজয় ঘোষ এক বিবৃতিতে বলেছেন, ‘‘ভক্তি’ সম্ভবত আমার পড়া সেরা প্রেমের গল্প এবং এটিকে একটি সিনেমায় রূপান্তর করার সুযোগ পাওয়া একটি সম্মানের বিষয়। এছাড়াও আমি পেয়েছি কারিনা, জয়দীপ এবং বিজয়ের সঙ্গে কাজ করার সুযোগ! এর বেশি আর কী চাইতে পারি।’
ভারতীয় গণমাধ্যমে কারিনা বলেন, ‘একটি দুর্দান্ত গল্প, একজন দূরদর্শী পরিচালক এবং দুর্দান্ত প্রতিভাবান সব অভিনেতা ও টিমের সঙ্গে কাজ করা হলো। আমি সত্যিই সুজয়, জয়দীপ এবং বিজয়ের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি। আমি খুব উত্তেজিত কারণ আমি এই প্রথম ওটিটি প্লাটফর্মে আসছি। আমি আর বেশি দিন অপেক্ষা করতে পারছি না।’
জয় শেওয়াক্রমণি, অক্ষয় পুরি এবং টমাস কিমের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করবেন সুজয় ঘোষ।
তবে কবে থেকে শুরু হবে শুটিং এখনও জানা যায়নি।
এবার ওটিটিতে ঝলক দেখাবেন কারিনা কাপুর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ