ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

এবার অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। ছবি: এপি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার অভিশংসনের মুখোমুখি হয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। শুক্রবার (২৭ ডিসেম্বর) তার অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে পার্লামেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্টের অভিশংসনের জন্য ১৫১ ভোটের প্রয়োজন হয়। সেখানে হানকে সরানোর পক্ষে ভোট দিয়েছেন ১৯২ আইনপ্রণেতা।

এই প্রস্তাব পাস হলে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্টের দ্বিতীয় অভিশংসন দেখবে দক্ষিণ কোরিয়া। আর এটি হবে দেশটিতে প্রথমবারের মতো একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের অভিশংসন।
৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি কারণে পার্লামেন্টে ভোটের পর অভিশংসনের মুখোমুখি হন ইউন সুক ইওল। এরপর তার কাছ থেকে দায়িত্ব নেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু।

হানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তিনি বিদ্রোহীদের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশেষ তদন্ত এড়িয়ে যাচ্ছেন। একইসঙ্গে সাংবিধানিক আদালতের তিন বিচারকের নিয়োগ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে হান তার উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যক্ত করেছেন বলেও অভিযোগ আনা হয়।

অভিশংসন প্রস্তাবে বলা হয়েছে, একজন সরকারি কর্মকর্তার এই ধরনের কাজ আইন সমুন্নত রাখা ও জনগণের সেবা করার দায়িত্বের লঙ্ঘন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার অভিশংসনের মুখোমুখি হয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। শুক্রবার (২৭ ডিসেম্বর) তার অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে পার্লামেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্টের অভিশংসনের জন্য ১৫১ ভোটের প্রয়োজন হয়। সেখানে হানকে সরানোর পক্ষে ভোট দিয়েছেন ১৯২ আইনপ্রণেতা।

এই প্রস্তাব পাস হলে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্টের দ্বিতীয় অভিশংসন দেখবে দক্ষিণ কোরিয়া। আর এটি হবে দেশটিতে প্রথমবারের মতো একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের অভিশংসন।
৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি কারণে পার্লামেন্টে ভোটের পর অভিশংসনের মুখোমুখি হন ইউন সুক ইওল। এরপর তার কাছ থেকে দায়িত্ব নেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু।

হানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তিনি বিদ্রোহীদের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশেষ তদন্ত এড়িয়ে যাচ্ছেন। একইসঙ্গে সাংবিধানিক আদালতের তিন বিচারকের নিয়োগ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে হান তার উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যক্ত করেছেন বলেও অভিযোগ আনা হয়।

অভিশংসন প্রস্তাবে বলা হয়েছে, একজন সরকারি কর্মকর্তার এই ধরনের কাজ আইন সমুন্নত রাখা ও জনগণের সেবা করার দায়িত্বের লঙ্ঘন।