বিনোদন ডেস্ক: হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়া মিস আর্থ মেঘনা আলম এই প্রথম অভিনয়ে নাম লিখালেন।
ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে যুক্ত হয়েছেন মেঘনা। একটি মিশন নিয়েই পর্দায় হাজির হয়েছেন তিনি। মিশন শেষ হলেই আবার ফিরে যাবেন।
নির্মাতা জানান, প্রথম দৃশ্যেই পর্দা উপস্থিতি ঘটেছে অভিনেতা রকি খানের সাথে ধাক্কা লাগার মাধ্যমে। সে এক মজার দৃশ্য। নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে। প্রচার হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।
মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনও কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল, একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। সেটিও হলো। এবার অভিনয়েও নাম লেখালাম। আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।’
মেঘনা আরও বলেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড। এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সেটি শুধরে দিতে হবে না, কিংবা উইকিপিডিয়ার লেখা ভুল বলে মনে হবে না। আমি এখন সত্যিই একজন অভিনেত্রী, হা হা।’
উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়ামে ব্যস্ত। সেই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে নির্বাচনও করছেন তিনি।
ওআ/আপ্র/২/১/২০২৬
























