বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করি আমি। ফুটবল বিশ্বকাপও তখন থেকেই দেখা হয়। বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম সেখান থেকে নিজেরও উন্মাদনায় ভাসা শুরু। সে সময় থেকেই আমার পছন্দের দল আর্জেন্টিনা। ম্যারাডোনার খেলাও দেখেছি পরবর্তীতে। আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতাকে খুব ভালো লাগতো একটা সময়। তারপর এলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। আমি মেসির বড় ভক্ত। অবশ্য পুরো বিশ্বই মেসির ভক্ত। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হবো। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার। তবে আফসোস তার হাতে এখনো বিশ্বকাপ ওঠেনি। অন্তত এবারের বিশ্বকাপ তার মতো খেলোয়াড়ের হাতে ওঠা উচিত। এটা সব আর্জেন্টিনা সাপোর্টারদের চাওয়া। এবার স্বামী ও আমার ছোট্ট পুত্রকে নিয়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপ দেখা হবে। চেষ্টা করবো খেলাগুলো দেখার। আর আর্জেন্টিনার খেলা তো মিসই করবো না। তাদের প্রথম খেলা ২২শে নভেম্বর। সৌদি আরবের বিপক্ষে জয় দিয়েই তাদের শুরু হবে বলে বিশ্বাস রাখি। প্রতিটি ম্যাচে জয়ী হয়ে এবারের বিশ্বকাপ মেসির হাতে উঠুক সেটা চাই।
জনপ্রিয় সংবাদ

























