ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

এবারও ট্রেনে চড়বে কোরবানির পশু

  • আপডেট সময় : ১০:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকায় কোরবানির পশু সরবরাহের জন্য গত বছরের মতে এবারও ঈদের আগের ৩ দিন ‘ক্যাটল স্পেশাল ট্রেনের’ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বলেন, ঈদের আগে ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য এই বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেন ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়।
একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। গত বছরের মতে এবারও ভাড়া গরু প্রতি ৫০০ টাকা। শরিফুল আলম বলেন, “ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এ বিশেষ ট্রেনের সংখ্যা কম-বেশি হতে পারে। চাহিদা বেশি থাকলে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।”
খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। ব্যবসায়ীদের আগ্রহ থাকলে সেখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানান তিনি।
গত বছর জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া পায়নি রেলওয়ে। এর আগে ২০০৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কোরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য দেশে এবার ১ কোটি ১৯ লাখ পশু প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণভোটে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তুর্ভুক্ত করার দাবি জামায়াতের

এবারও ট্রেনে চড়বে কোরবানির পশু

আপডেট সময় : ১০:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকায় কোরবানির পশু সরবরাহের জন্য গত বছরের মতে এবারও ঈদের আগের ৩ দিন ‘ক্যাটল স্পেশাল ট্রেনের’ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বলেন, ঈদের আগে ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য এই বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেন ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়।
একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। গত বছরের মতে এবারও ভাড়া গরু প্রতি ৫০০ টাকা। শরিফুল আলম বলেন, “ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এ বিশেষ ট্রেনের সংখ্যা কম-বেশি হতে পারে। চাহিদা বেশি থাকলে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।”
খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। ব্যবসায়ীদের আগ্রহ থাকলে সেখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানান তিনি।
গত বছর জুলাইয়ের প্রথম দিকে কোরবানি উপলক্ষে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া পায়নি রেলওয়ে। এর আগে ২০০৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কোরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য দেশে এবার ১ কোটি ১৯ লাখ পশু প্রস্তুত রয়েছে।