ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

এনামুলের বিজয়ের বিশ্ব রেকর্ড

  • আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : রেকর্ডটা এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এনামুল হকের (বিজয়)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে ২৯ বছর বয়সী উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটের রানের ফোয়ারা তো মৌসুমের শুরু থেকেই ছুটছে, রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও শতক দেখেছে এনামুলের ব্যাট। অপরাজিত ১১২ রানের ইনিংসটা নিয়ে সর্বশেষ আট ম্যাচে একটি শতক, ছয়টি অর্ধশতক! বাকি ম্যাচটাতে অবশ্য শূন্য রানেই আউট হয়ে গেছেন এনামুল। অবিশ্বাস্য ছন্দে অনেকটা আড়ালে থেকেই একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন এনামুল। এই মৌসুমে তাঁর ১০৪২ রান লিস্ট ‘এ’ ক্রিকেটের এক টুর্নামেন্টেরই সেরা। রেকর্ড অবশ্য সর্বশেষ ম্যাচের শতকের আগেই পেরিয়ে গিয়েছিলেন এনামুল। রেকর্ডটাও ৩১ বছর পুরোনো। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, আগের রেকর্ডটি ছিল টম মুডির। ১৯৯১ সানডে লিগে তিনি ১৫ ম্যাচে করেছিলেন ৯১৭ রান। তালিকার সেরা পাঁচে এর পরে আছেন জিমি কুক, জ্যাক রুডলফ ও কার্ল হুপার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের এর আগের রেকর্ডটি ছিল সাইফ হাসানের (৮১৪)। সেটি গত ২১ এপ্রিলই পেরিয়ে গিয়েছিলেন এনামুল। শুধু এনামুলই নন, এই মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলামও সাইফের আগের রেকর্ডটি পেরিয়ে গেছেন। এই মুহূর্তে নাঈমের রান ৮৩৬। তবে এই রেকর্ড গড়েও এনামুলের একটুখানি খচখচানি থাকতে পারে। পুরো টুর্নামেন্টের হিসেবে সবচেয়ে বেশি রান তাঁর, তবে এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের শুধু সুপার লিগ পর্বের হিসাব করলে যে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা আর এনামুলের থাকছে না। সুপার লিগে শেখ জামালের হয়ে চোখধাঁধানো ব্যাটিং করা নুরুল হাসান করেছেন সর্বোচ্চ ৩৫৭ রান, যার মধ্যে ছিল তিনটি ম্যাচজয়ী ইনিংস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এনামুলের বিজয়ের বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : রেকর্ডটা এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এনামুল হকের (বিজয়)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে ২৯ বছর বয়সী উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটের রানের ফোয়ারা তো মৌসুমের শুরু থেকেই ছুটছে, রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও শতক দেখেছে এনামুলের ব্যাট। অপরাজিত ১১২ রানের ইনিংসটা নিয়ে সর্বশেষ আট ম্যাচে একটি শতক, ছয়টি অর্ধশতক! বাকি ম্যাচটাতে অবশ্য শূন্য রানেই আউট হয়ে গেছেন এনামুল। অবিশ্বাস্য ছন্দে অনেকটা আড়ালে থেকেই একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন এনামুল। এই মৌসুমে তাঁর ১০৪২ রান লিস্ট ‘এ’ ক্রিকেটের এক টুর্নামেন্টেরই সেরা। রেকর্ড অবশ্য সর্বশেষ ম্যাচের শতকের আগেই পেরিয়ে গিয়েছিলেন এনামুল। রেকর্ডটাও ৩১ বছর পুরোনো। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, আগের রেকর্ডটি ছিল টম মুডির। ১৯৯১ সানডে লিগে তিনি ১৫ ম্যাচে করেছিলেন ৯১৭ রান। তালিকার সেরা পাঁচে এর পরে আছেন জিমি কুক, জ্যাক রুডলফ ও কার্ল হুপার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের এর আগের রেকর্ডটি ছিল সাইফ হাসানের (৮১৪)। সেটি গত ২১ এপ্রিলই পেরিয়ে গিয়েছিলেন এনামুল। শুধু এনামুলই নন, এই মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলামও সাইফের আগের রেকর্ডটি পেরিয়ে গেছেন। এই মুহূর্তে নাঈমের রান ৮৩৬। তবে এই রেকর্ড গড়েও এনামুলের একটুখানি খচখচানি থাকতে পারে। পুরো টুর্নামেন্টের হিসেবে সবচেয়ে বেশি রান তাঁর, তবে এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের শুধু সুপার লিগ পর্বের হিসাব করলে যে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা আর এনামুলের থাকছে না। সুপার লিগে শেখ জামালের হয়ে চোখধাঁধানো ব্যাটিং করা নুরুল হাসান করেছেন সর্বোচ্চ ৩৫৭ রান, যার মধ্যে ছিল তিনটি ম্যাচজয়ী ইনিংস।