ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

এনসিপি নেতারা মধ্যরাতে কক্সবাজার ছাড়েন

  • আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির নেতারা মধ্যরাতে হোটেল ত্যাগ করে ঢাকায় ফিরে গেছেন।

এনসিপির কক্সবাজার জেলার অন্যতম সংগঠক খালিদ বিন ওয়ালিদ বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১২টার দিকেই তারা চলে গেছেন। সড়ক পথেই ফিরেছেন চার শীর্ষ নেতা। আর সকালেই সস্ত্রীক কক্সবাজার ছাড়েন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

হোটেল ‘প্রাসাদ প্যারাডাইজ’ এর ব্যবস্থাপক ইয়াকুব আলী বলেন, রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িতে করে হোটেল ছাড়েন। বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। পরে তারাও রাতে চলে যান। কাউকে না জানিয়ে ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভুত্থান দিবস’ এর মত ‘গুরুত্বপূর্ণ দিবসে’ এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী কক্সবাজার যান।

সংবাদমাধ্যমের খবরের বলা হয়, দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার পাঁচ নেতাকে শোকজ করেছে দলটি। শোকজের জবাব সশরীরে হাজির হয়ে দেওয়ার জন্য পাঁচ নেতাকে ২৪ ঘণ্টা সময় দেয় এনসিপি। কক্সবাজারে তারা উঠেছিলেন শহর থেকে ২৮ কিলোমিটার দূরের ইনানীর জালিয়াপালং এলাকার হোটেল ‘সি পার্ল রিসোর্টে’। পরদিন তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘প্রাসাদ প্যারাডাইজ’ হোটেলে ওঠেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

এনসিপি নেতারা মধ্যরাতে কক্সবাজার ছাড়েন

আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির নেতারা মধ্যরাতে হোটেল ত্যাগ করে ঢাকায় ফিরে গেছেন।

এনসিপির কক্সবাজার জেলার অন্যতম সংগঠক খালিদ বিন ওয়ালিদ বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১২টার দিকেই তারা চলে গেছেন। সড়ক পথেই ফিরেছেন চার শীর্ষ নেতা। আর সকালেই সস্ত্রীক কক্সবাজার ছাড়েন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

হোটেল ‘প্রাসাদ প্যারাডাইজ’ এর ব্যবস্থাপক ইয়াকুব আলী বলেন, রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িতে করে হোটেল ছাড়েন। বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। পরে তারাও রাতে চলে যান। কাউকে না জানিয়ে ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভুত্থান দিবস’ এর মত ‘গুরুত্বপূর্ণ দিবসে’ এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী কক্সবাজার যান।

সংবাদমাধ্যমের খবরের বলা হয়, দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার পাঁচ নেতাকে শোকজ করেছে দলটি। শোকজের জবাব সশরীরে হাজির হয়ে দেওয়ার জন্য পাঁচ নেতাকে ২৪ ঘণ্টা সময় দেয় এনসিপি। কক্সবাজারে তারা উঠেছিলেন শহর থেকে ২৮ কিলোমিটার দূরের ইনানীর জালিয়াপালং এলাকার হোটেল ‘সি পার্ল রিসোর্টে’। পরদিন তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘প্রাসাদ প্যারাডাইজ’ হোটেলে ওঠেন।