নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এনসিপির এক শীর্ষ নেতা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।
এনসিপির ওই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের তিনজনের একটি প্রতিনিধিদল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে যোগ দেবেন। দল তিনজন প্রতিনিধি ঠিক করেছে। এর মধ্যে একজন আবার অনুপস্থিত। এজন্য একটু কনফিউশন আছে। তবে আমাদের প্রতিনিধি যাবে।’
এনসিপির প্রতিনিধিদলে কে কে আছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলটির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এসি/