অর্থ-বাণিজ্য ডেস্ক : ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। মইনুল খানকে এনবিআরের শুল্ক ও আবগারি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০২০ সালের জুন থেকে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মইনুল খান। এর আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।