ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এনএফটি পোস্ট করতে দেবে ইনস্টাগ্রাম-ফেইসবুক

  • আপডেট সময় : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেবাগ্রাহকদের জন্য ফেইসবুক ও ইনস্টাগ্রামে এনএফটি পোস্ট করার ফিচার চালু করছে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম দুটির মূল কোম্পানি মেটা। ফিচারটি যুক্তরাষ্ট্রের বাইরে চালু হবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কোম্পানিটি। মেটা এক ব্লগ পোস্টে ফেইসবুক ও ইনস্টাগ্রামে এনএফটি পোস্ট করার ফিচার চালু করার ঘোষণা দিয়েছে সোমবার। নতুন ফিচারটির মাধ্যমে নিজস্ব ডিজিটাল ওয়ালেট ফেইসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করার সুযোগ পাবেন ব্যবহারকারী। তারপর নিজের কেনা অথবা নিজের বানানো এনএফটি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করতে পারবেন তিনি। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ডিজিটাল ওয়ালেট ফেইসবুক ও ইনস্টাগ্রামের যে কোনো একটি অ্যাপের সঙ্গে যুক্ত করলেই অন্য প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবেন ব্যবহারকারী। ফিচারটি যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে বলে জানিয়েছে মেটা। এটি বড় পরিসরে চালু করা বা আন্তর্জাতিক বাজারে আসার সম্ভাবনা নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে মেটার সঙ্গে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট যোগাযোগ করলে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি কোম্পানিটি। নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটিকে বিবেচনা করা যেতে পারে ডিজিটাল কনটেন্টের মালিকানার প্রমাণপত্র হিসেবে; গান, ছবি, ভিডিও, মিম এমনকি টুইটও বিক্রয়যোগ্য ডিজিটাল সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে এনএফটির ডিজিটাল টোকেনের কারণে। ২০২১ সালে এনএফটির বাজার হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছিল ডিজিটাল কনটেন্টের আকাশচুম্বী দামের কারণে। তবে তার পর থেকেই এই প্রযুক্তি নিয়ে সাধারণ ব্যবহারকারীদের আগ্রহ কমা শুরু হয়েছে, বড় অংকে এনএফটি কিনে সেই ডিজিটাল কনটেন্ট আর বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীদের অনেকেই। অন্যদিকে, গত বছর থেকেই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম পরিচয় থেকে বেরিয়ে এসে মেটাভার্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে মেটা। কোম্পানিটির এনএফটি প্রযুক্তি কার্যক্রমকে সেই সার্বিক চেষ্টার অংশ হিসেবেই দেখছেন সমালোচকরা। মেটাভার্স ভাবনাকে ডিজিটাল জগতের ভবিষ্যৎ হিসেবে উপস্থাপন করে প্রচারণা চালাচ্ছে মেটা। একই সঙ্গে কোয়েস্ট ভিআর বিভাগেও বিনিয়োগ বাড়িয়েছে কোম্পানিটি। কোম্পানিটি ভিআর হেডসেটের নতুন সংস্করণ অক্টোবর মাসে দেখাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

এনএফটি পোস্ট করতে দেবে ইনস্টাগ্রাম-ফেইসবুক

আপডেট সময় : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেবাগ্রাহকদের জন্য ফেইসবুক ও ইনস্টাগ্রামে এনএফটি পোস্ট করার ফিচার চালু করছে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম দুটির মূল কোম্পানি মেটা। ফিচারটি যুক্তরাষ্ট্রের বাইরে চালু হবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কোম্পানিটি। মেটা এক ব্লগ পোস্টে ফেইসবুক ও ইনস্টাগ্রামে এনএফটি পোস্ট করার ফিচার চালু করার ঘোষণা দিয়েছে সোমবার। নতুন ফিচারটির মাধ্যমে নিজস্ব ডিজিটাল ওয়ালেট ফেইসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত করার সুযোগ পাবেন ব্যবহারকারী। তারপর নিজের কেনা অথবা নিজের বানানো এনএফটি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করতে পারবেন তিনি। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ডিজিটাল ওয়ালেট ফেইসবুক ও ইনস্টাগ্রামের যে কোনো একটি অ্যাপের সঙ্গে যুক্ত করলেই অন্য প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবেন ব্যবহারকারী। ফিচারটি যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে বলে জানিয়েছে মেটা। এটি বড় পরিসরে চালু করা বা আন্তর্জাতিক বাজারে আসার সম্ভাবনা নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে মেটার সঙ্গে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট যোগাযোগ করলে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি কোম্পানিটি। নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটিকে বিবেচনা করা যেতে পারে ডিজিটাল কনটেন্টের মালিকানার প্রমাণপত্র হিসেবে; গান, ছবি, ভিডিও, মিম এমনকি টুইটও বিক্রয়যোগ্য ডিজিটাল সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে এনএফটির ডিজিটাল টোকেনের কারণে। ২০২১ সালে এনএফটির বাজার হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছিল ডিজিটাল কনটেন্টের আকাশচুম্বী দামের কারণে। তবে তার পর থেকেই এই প্রযুক্তি নিয়ে সাধারণ ব্যবহারকারীদের আগ্রহ কমা শুরু হয়েছে, বড় অংকে এনএফটি কিনে সেই ডিজিটাল কনটেন্ট আর বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীদের অনেকেই। অন্যদিকে, গত বছর থেকেই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম পরিচয় থেকে বেরিয়ে এসে মেটাভার্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে মেটা। কোম্পানিটির এনএফটি প্রযুক্তি কার্যক্রমকে সেই সার্বিক চেষ্টার অংশ হিসেবেই দেখছেন সমালোচকরা। মেটাভার্স ভাবনাকে ডিজিটাল জগতের ভবিষ্যৎ হিসেবে উপস্থাপন করে প্রচারণা চালাচ্ছে মেটা। একই সঙ্গে কোয়েস্ট ভিআর বিভাগেও বিনিয়োগ বাড়িয়েছে কোম্পানিটি। কোম্পানিটি ভিআর হেডসেটের নতুন সংস্করণ অক্টোবর মাসে দেখাবে বলে আশা করা হচ্ছে।