নিজস্ব প্রতিবেদক : এনআরবিসি ব্যাংক লিমিটেড রাজধানীর পান্থপথে গতকাল বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, মোশারফ গ্রুপের পরিচালক ওমর ফারুক নিবির, ফারিহা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন, মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ার রেজা খান এবং বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন সল্লু। এছাড়া এদিন নেত্রকোণার কলমাকান্দাতে ব্যাংকিং সেবা কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন, হাতিরপুল শাখার ব্যবস্থাপক কবির হোসেন, পান্থপথ উপশাখার ইনচার্জ মাহবুব আশরাফ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।