বিনোদন ডেস্ক: এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিবের কন্ঠে প্রকাশ হল ‘সুইসাইড নোট’ শিরোনামের একটি গান। ‘কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট’- এমন কথার গানটি লিখেছেন এন আই বুলবুল।
এটির সুর ও সংগীত করেছেন রোহান রাজ। প্রযোজনা প্রতিষ্ঠান পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘সুইসাইড নোট’ শব্দটি শুনলেই অনেক কথার জন্ম দেয়। একজন মানুষ কখন সুইসাইড এর মতো কঠিন সিদ্ধান্ত নেয় এটি অনকের বোঝা সম্ভব নয়। এই গানে তেমন একটা গল্প পাবে শ্রোতারা।’
এনআই বুলবুল বলেন, একজন ব্যর্থ প্রেমিকের গল্প তুলে ধরেছি এই গানে। আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষটার মন পায়নি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে যায়। অন্যদিকে প্রেমিক আত্মহত্যার মধ্যে দিয়ে নিজেকে একদিন শেষ করে দেয়। সে গল্প ভাবনা থেকেই এ গান লিখেছি।
আজকের প্রত্যাশা/কেএমএএ