ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

এনআইডি সংশোধন আবেদন সহজ ও দ্রুত নিষ্পত্তির করার নির্দেশ

  • আপডেট সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।
গত ২৫ আগস্ট ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন সচিব। সভায় সভাপতিত্ব করেন সচিব শফিউল আজিম। সভায় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ইসি সচিব সভায় জানান, অবিতরণকৃত স্মার্টকার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নির্বাচন অফিসে সেবা প্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হন, এজন্য মাঠ কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশনের আওতাধীন সেবাকে সহজ করার উদ্যোগ নিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশনা দিয়েছেন সচিব। সচিব আরও জানান, সব অধিনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের তত্ত্বাবধান ও তাদের কর্মকাণ্ড নিয়মিত মনিটরিং করতে হবে। অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনে ত্রিপক্ষীয় সভা আয়োজন করে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে শুরু থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এনআইডি সংশোধন আবেদন সহজ ও দ্রুত নিষ্পত্তির করার নির্দেশ

আপডেট সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।
গত ২৫ আগস্ট ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন সচিব। সভায় সভাপতিত্ব করেন সচিব শফিউল আজিম। সভায় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ইসি সচিব সভায় জানান, অবিতরণকৃত স্মার্টকার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নির্বাচন অফিসে সেবা প্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হন, এজন্য মাঠ কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশনের আওতাধীন সেবাকে সহজ করার উদ্যোগ নিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশনা দিয়েছেন সচিব। সচিব আরও জানান, সব অধিনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের তত্ত্বাবধান ও তাদের কর্মকাণ্ড নিয়মিত মনিটরিং করতে হবে। অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনে ত্রিপক্ষীয় সভা আয়োজন করে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে শুরু থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।