ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

এনআইডি আবেদন নিষ্পত্তিতে ১৪ দিনের আল্টিমেটাম

  • আপডেট সময় : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তি করতে আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সাল অথবা এর আগের এনআইডি সংশোধনের আবেদনগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সংস্থাটি।
রোববার (১ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়, ২০২০ অথবা এর আগের সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সিদ্ধান্তগুলো হলো-
ক. আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সব আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিষ্পত্তি করবেন।
খ. তদন্তাধীন থাকা আবেদনসমূহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।
গ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেসব আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাতিল করবেন।
ঘ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল সেসব আবেদনের ক্ষেত্রে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎকার নিয়ে নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে বাতিল করে নিষ্পত্তি করতে হবে।
ঙ. ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যেসব আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সে সকল আবেদনগুলোও আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পন্ন করতে হবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

এনআইডি আবেদন নিষ্পত্তিতে ১৪ দিনের আল্টিমেটাম

আপডেট সময় : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তি করতে আল্টিমেটাম দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সাল অথবা এর আগের এনআইডি সংশোধনের আবেদনগুলো আগামী ১৪ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সংস্থাটি।
রোববার (১ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়, ২০২০ অথবা এর আগের সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সিদ্ধান্তগুলো হলো-
ক. আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সব আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিষ্পত্তি করবেন।
খ. তদন্তাধীন থাকা আবেদনসমূহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।
গ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেসব আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাতিল করবেন।
ঘ. যেসব আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল সেসব আবেদনের ক্ষেত্রে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সাক্ষাৎকার নিয়ে নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে বাতিল করে নিষ্পত্তি করতে হবে।
ঙ. ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যেসব আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সে সকল আবেদনগুলোও আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পন্ন করতে হবে।