ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং

  • আপডেট সময় : ০১:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন। এডিমন জিনটিং এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল মঙ্গলবার এডিবি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবিতে এডিমন জিনটিং প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একজন অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে পরামর্শকের ভূমিকাও পালন করেছেন তিনি। বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের সঙ্গে এডিবির নীতি আলোচনায় এখন থেকে জিনটিংই নেতৃত্ব দেবেন।
দায়িত্ব পেয়ে জিনটিং বলেছেন, ‘বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানো, উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরতে এবং করোনা মহামারির ধকল কাটানোসহ উন্নয়ন লক্ষ্য পূরণে এ দেশের মানুষ ও সরকারের সঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব উন্নয়ন এগিয়ে নিতে, আরও টেকসই প্রবৃদ্ধির পথে উৎসাহ যোগাতে সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো।’ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। এখন পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও অনুদান দিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের শুভযাত্রা বাংলাদেশের

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং

আপডেট সময় : ০১:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

অর্থনৈতিক প্রতিবেদক : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন। এডিমন জিনটিং এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল মঙ্গলবার এডিবি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবিতে এডিমন জিনটিং প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একজন অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে পরামর্শকের ভূমিকাও পালন করেছেন তিনি। বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের সঙ্গে এডিবির নীতি আলোচনায় এখন থেকে জিনটিংই নেতৃত্ব দেবেন।
দায়িত্ব পেয়ে জিনটিং বলেছেন, ‘বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানো, উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরতে এবং করোনা মহামারির ধকল কাটানোসহ উন্নয়ন লক্ষ্য পূরণে এ দেশের মানুষ ও সরকারের সঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব উন্নয়ন এগিয়ে নিতে, আরও টেকসই প্রবৃদ্ধির পথে উৎসাহ যোগাতে সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো।’ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। এখন পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও অনুদান দিয়েছে।