ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

এটিপি র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে জেভরেভ

  • আপডেট সময় : ১২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সিনসিনাতি মাস্টার্স বিজয়ী আলেক্সান্দার জেভরেভ রাফায়েল নাদালকে পিছনে ফেলে এটিপি র‌্যাংকিংয়ের চতুর্থ স্থান দখল করেছেন।২৪ বছর বয়সী এই জার্মান টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেছিলেন। রোববার সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে এক ঘন্টারও কম সময়ের মধ্যে আন্দ্রে রুবলেভকে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে শিরোপা জয় করেন জেভরেভ। এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মত র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানটি পুনরুদ্ধার করলেন এই জার্মান তারকা। এদিকে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বাম পায়ের ইনজুরিতে ভোগা নাদাল গত সপ্তাহে ইউএস ওপেনে না খেলার ঘোষনা দিয়েছেন। একইসাথে তিনি জানিয়েছেন এ বছর আর তার কোর্টে নামা হচ্ছেনা। নাদালের পাশাপাশি ফ্লাশিং মিডোতে আরো খেলছেন না বর্তমান চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম ও ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। এই দুজন র‌্যাংকিংয়ের ষষ্ঠ ও নবম স্থানে রয়েছেন। কানাডিয়ান তরুন ফেলিক্স অগার-এ্যালিয়াসিমে দুই ধাপ উপরে উঠে ১৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভ ও ফ্রেঞ্চম্যান গায়েল মনফিলস শীর্ষ ২০’এ ফিরেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এটিপি র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে জেভরেভ

আপডেট সময় : ১২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : সিনসিনাতি মাস্টার্স বিজয়ী আলেক্সান্দার জেভরেভ রাফায়েল নাদালকে পিছনে ফেলে এটিপি র‌্যাংকিংয়ের চতুর্থ স্থান দখল করেছেন।২৪ বছর বয়সী এই জার্মান টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেছিলেন। রোববার সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে এক ঘন্টারও কম সময়ের মধ্যে আন্দ্রে রুবলেভকে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে শিরোপা জয় করেন জেভরেভ। এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মত র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানটি পুনরুদ্ধার করলেন এই জার্মান তারকা। এদিকে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বাম পায়ের ইনজুরিতে ভোগা নাদাল গত সপ্তাহে ইউএস ওপেনে না খেলার ঘোষনা দিয়েছেন। একইসাথে তিনি জানিয়েছেন এ বছর আর তার কোর্টে নামা হচ্ছেনা। নাদালের পাশাপাশি ফ্লাশিং মিডোতে আরো খেলছেন না বর্তমান চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম ও ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। এই দুজন র‌্যাংকিংয়ের ষষ্ঠ ও নবম স্থানে রয়েছেন। কানাডিয়ান তরুন ফেলিক্স অগার-এ্যালিয়াসিমে দুই ধাপ উপরে উঠে ১৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভ ও ফ্রেঞ্চম্যান গায়েল মনফিলস শীর্ষ ২০’এ ফিরেছেন।