অর্থ-বাণিজ্য ডেস্ক : ৭৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটির অল্টারনেট ব্যাংকিং চ্যানেল এখন গ্রামীণ জনপদের ১.৭৫ লাখ গ্রাহককে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসেছে। মঙ্গলবার দেশব্যাপী চলমান সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে ৭৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। সোমবার (১৬ মে) আশুলিয়ার পবনারটেক এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটি এ মাইলফলক অর্জন করে। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং মো: নাজমুল হাসান, গণকবাড়ী ব্রাঞ্চ-এর ম্যানেজার মাঈনুদ্দীন আহাম্মেদ, এসএমই ব্যাংকিংয়ের রিজিওনাল হেড, গাজীপুর রিজিওন, মিজানুর রহমান মিজান, এজেন্ট ব্যাংকিং-এর ঢাকা রিজিওনের কো-অর্ডিনেটর গাজী জুনায়েত হোসেন এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণ এলাকায় ৭৭% আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক এর এজেন্ট ব্যাংকিংয়ের গ্রামীণ এলাকায় উপস্থিতি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ১.৭৫ লাখ গ্রাহককে সেবার আওতায় নিয়ে এসেছে। এখন এজেন্ট ব্যাংকিংয়ে প্রতি মাসে ১.৭৪ লাখ লেনদেন সম্পন্ন হয়, যার মোট পরিমাণ ১,৫০০ কোটি টাকা।