ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণে এগিয়ে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে, ব্যাংক এশিয়ার মাধ্যমে। বর্তমানে ২৯টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। এর মাধ্যমে ঋণ দিচ্ছে ১১ ব্যাংক। এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহের চেয়ে এখন ঋণ বিতরণে বেশি গুরুত্ব দিচ্ছে কিছু ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যমতে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৫৬৮ কোটি টাকা। আর আমানত সংগ্রহের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৮ হাজার ৫০৩ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে ২০১৮ সালের সেপ্টেম্বরে। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম রয়েছে দেশের ৬৪ জেলাতে। তাদের এজেন্ট সংখ্যা বর্তমানে ৭০৫। ২০২১ সালের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে ২ হাজার ৫৬৮ কোটি টাকার ঋণের বিপরীতে আমানত ছিল ৫৩৭ কোটি টাকা। ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, এজেন্ট ব্যাংকিং ঋণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা হচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহের তুলনায় ঋণ বিতরণে জোর দিচ্ছে বেশ কিছু ব্যাংক। এর মাঝে রয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, ডাচবাংলা, আল-আরাফাহ্, মিউচুয়াল ট্রাস্ট, ইসলামী ব্যাংক, এনআরবি, যমুনা, মধুমতি এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এসএমই, কৃষি ও ভোক্তা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। এ ঋণের সুদের হার ৯ শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণে এগিয়ে ব্র্যাক ব্যাংক

আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে, ব্যাংক এশিয়ার মাধ্যমে। বর্তমানে ২৯টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। এর মাধ্যমে ঋণ দিচ্ছে ১১ ব্যাংক। এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহের চেয়ে এখন ঋণ বিতরণে বেশি গুরুত্ব দিচ্ছে কিছু ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যমতে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৫৬৮ কোটি টাকা। আর আমানত সংগ্রহের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৮ হাজার ৫০৩ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে ২০১৮ সালের সেপ্টেম্বরে। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম রয়েছে দেশের ৬৪ জেলাতে। তাদের এজেন্ট সংখ্যা বর্তমানে ৭০৫। ২০২১ সালের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে ২ হাজার ৫৬৮ কোটি টাকার ঋণের বিপরীতে আমানত ছিল ৫৩৭ কোটি টাকা। ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, এজেন্ট ব্যাংকিং ঋণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা হচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহের তুলনায় ঋণ বিতরণে জোর দিচ্ছে বেশ কিছু ব্যাংক। এর মাঝে রয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, ডাচবাংলা, আল-আরাফাহ্, মিউচুয়াল ট্রাস্ট, ইসলামী ব্যাংক, এনআরবি, যমুনা, মধুমতি এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এসএমই, কৃষি ও ভোক্তা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। এ ঋণের সুদের হার ৯ শতাংশ।