প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে বসেই আপগ্রেড করা যাবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-তে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত পিসিগুলোকে বিনা খরচে উইন্ডোজ ১১-তে আপগ্রেড করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। এ ছাড়াও, নতুন পিসিতে উইন্ডোজ ১১ আগে থেকেই ইনস্টল করা থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট বলছে পেশাদারী, ব্যক্তিগত এমনকি শিক্ষাখাতে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে উইন্ডোজ ১১। “নতুন স্টার্ট মেনু ও টাস্কবার থেকে শুরু করে শব্দ, ফন্ট এবং আইকন পর্যন্ত প্রত্যেক ফিচারে ব্যবহারকারীরা উইন্ডোজ ১১-তে পাবেন আরও আধুনিক, ফ্রেশ ও চমৎকার অভিজ্ঞতা। কেন্দ্রে থাকা স্টার্ট মেনুর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দের কনটেন্ট অথবা অ্যাপে যেতে পারবেন।” — বলেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়াও মাইক্রোসফট টিমস চ্যাটিং প্ল্যাটফর্মের মাধ্যমে “উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড অথবা আইওএস যে কোনো ডিভাইস অথবা প্ল্যাটফর্মে থাকা ব্যবহারকারী এক ক্লিকের মাধ্যমে ব্যাক্তিগত কন্টাক্টে থাকা মানুষের সাথে চ্যাট, ভয়েস ও ভিডিও কলের সুযোগ পাবেন” বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যবহারকারীর জন্য ‘পাসোনালাইজড ফিড উইজেট’ বানাতে সাহায্য করবে উইন্ডোজ১১’র এআই যার মাধ্যমে ব্যবহারকারী নিজের প্রয়োজন মতো তথ্য খুঁজে নিতে পারবেন।
ছবি: মাইক্রোসফটছবি: মাইক্রোসফটবাংলাদেশে উইন্ডোজ ১১-এর প্রচলন প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক বলেন, “এটি উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম, যা আমাদের পার্টনার ও ব্যবহারকারীদের ফর্ম ফ্যাক্টরস, স্টাইল ও ফিচারের মাধ্যমে বিস্তৃত ডিভাইস প্রদান করে উদ্ভাবনে সক্ষম করে তোলে। কাজ, শেখা, নতুন কিছু তৈরি করা বা গেইমিং করা – এমন যেকোনো কিছুর মাধ্যমেই ব্যবহারকারীরা তা উপভোগ করতে পারবেন।”
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১’র স্ন্যাপ লে-আউট ও গ্রুপস ফিচার দিয়ে ব্যবহারকারী আরও সহজে মাল্টি-টাস্কিং করতে পারবেন। ব্যবহারকারীদের সহযোগিতা করতে উইন্ডোজের নতুৃন সংস্করণে “ন্যারেটর, ম্যাগনিফায়ার, ক্লোজড ক্যাপশন এবং উইন্ডোজ স্পিচ রিকগনিশনের মত পরিচিত সহায়ক প্রযুক্তি” রাখা হয়েছে; আরও উন্নত করা হয়েছে টাচ ও ভয়েস টাইপিং ফিচার।