আন্তর্জাতিক ডেস্ক : নীতি পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় এখনও ইরানের সরকার ও হিজাব-বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে। গত বুধবার আমিনির মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে তার গোরস্থানে জড়ো হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী। বৃহস্পতিবারও মাহাবাদ শহরে বিক্ষোভকারীরা সরকারি ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় পুলিশের গুলিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায় বুধবার দিবাগত রাতেও আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম নানা সূত্রের বরাতে জানিয়েছে এখনই এই বিক্ষোভ থামবে বলে মনে হচ্ছে না। বিভিন্ন শহরে রোজই নতুন নতুন বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। যদিও ইরান এই বিক্ষোভকে শুরু থেকেই পশ্চিমা ষড়যন্ত্র বলে দাবি করে আসছে। সাথে মাহসা আমিনিকে নির্যাতন করার বিষয়টি অস্বীকার করেছে ইরানের নীতি পুলিশ। সূত্র: বিবিসি